২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

শাওমির নতুন ফ্লাগশিপ এমআই ১১

-

নতুন বছরে বাজারে আসা শাওমির প্রথম ফ্লাগশিপ স্মার্টফোন শাওমি এমআই ১১। অ্যালুমিনিয়াম ফ্রেমে তৈরি ফোনটির পিছনে গ্লাস এবং লেদার দুটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এতে আছে ৬.৮১ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য সব থেকে ভালো চিপসেট স্নাপড্রাগন ৮৮৮ ব্যবহার করা হয়েছে ফোনটিতে। এটি ৫ ন্যানো মিটারের একটি অক্টা কোর প্রসেসর। সাথে আছে জিপিইউ হিসেবে আছে এড্রিনো ৬৬০। অপারেটং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১১। ইউজার ইন্টারফেস হিসেবে থাকছে শাওমির নিজস্ব এমআই ইউআই ১২।
ফোনটির ক্যামেরাতে প্রধান আকর্ষণ হিসাবে দেয়া হয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা ১০৮ মেগাপিক্সেলের মেইন সেন্সর। এ ছাড়া আছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ডুয়েল এলিডি ফ্লাস, এইচডিয়ার, প্যানারোমাসহ আরো অনেক ফিচার। সামনে দেয়া হয়েছে ২০ মেগাপিক্সেলের সেন্সর। এতে আছে ৪৬০০ এমএএইচ ব্যাটারি। মোবাইলটিতে আরো আছে ৫৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা। শাওমি দাবি করছে ৫৫ মিনিটে মোবাইলটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়।


আরো সংবাদ



premium cement