২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

চীনে শিশুর অনলাইন নিরাপত্তা আইন সংশোধন

-

ইন্টারনেটে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বিশ্বের সবচেয়ে বেশি কঠোর দেশের তালিকায় শীর্ষে রয়েছে চীন। এর পরও দেশটিতে তুলনামূলক কম বয়সীদের অনলাইন সুরক্ষা দেয়া সম্ভব হচ্ছে না। এ পরিস্থিতিতে ১৮ বছরের কম বয়সীদের অনলাইন সুরক্ষা নিশ্চিতে বিদ্যমান কিছু আইন সংশোধন করেছে চীন। পরিবর্তিত আইনের আওতায় এখন থেকে দরকার পড়লেই দেশটির ইন্টারনেট পণ্য ও সেবাদাতাদের শিশুর অনলাইন নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাধ্য করা হবে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের ১ জুন থেকে কার্যকর হবে নতুন আইনগুলো। সম্প্রতি সংশোধিত আইন প্রবর্তনের পক্ষে ভোট দিয়েছে দেশটির ‘ন্যাশনাল পিপলস কংগ্রেস স্ট্যান্ডিং কমিটি’। যেখানে শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে, এমন পণ্য ও সেবা দেয়া থেকে চীনের ইন্টারনেট পণ্য ও সেবাদাতাদের বিরত থাকতে বলা হয়েছে। এ ছাড়া নাবালকদের কথা ভেবে সামাজিক মাধ্যম, অনলাইন গেমিং ও লাইভস্ট্রিমের মতো অনলাইন সেবাদাতাদের ‘করেসপন্ডিং ফাংশন’ তৈরির বাধ্যবাধকতা রাখা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement