২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মিড রেঞ্জের গ্যালাক্সি এ২১এস মিলবে ইভ্যালিতে

-

দেশের বাজারে ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যামপ্রযুক্তির ‘গ্যালাক্সি এ২১এস’ স্মার্টফোন আনতে যাচ্ছে স্যামসাং বাংলাদেশ। ১৬ হাজার ৯৯৯ টাকা দামের ডিভাইসটি শুধু ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালিতে পাওয়া যাবে। ইভ্যালির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্বব্যাপী গ্রাহকদের কাছে জনপ্রিয়, পাওয়ারফুল ও মিড রেঞ্জের ‘এ’ সিরিজের নতুন হ্যান্ডসেটটি বাজারে আনতে স্যামসাং বাংলাদেশের ন্যাশনাল ডিস্ট্রিবিউটর ফেয়ার ইলেকট্রনিকস লিমিটেড ও এক্সেল টেলিকম লিমিটেডের সাথে ইভ্যালির চুক্তি স্বাক্ষরিত হয়। এ চুক্তির আওতায় ক্রেতারা শুধু ইভ্যালির প্লাটফর্ম থেকে স্যামসাং গ্যালাক্সি এ২১এস কিনতে পারবেন।
৬ দশমিক ৫ ইঞ্চির ইনফিনিটি ‘ও’ ডিসপ্লে সংবলিত ডিভাইসটিতে আছে কোয়াড ক্যামেরা সেটআপ। ডিভাইসটির ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরার সাথে ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড (১২৩ ডিগ্রি) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ও লাইভ ফোকাস লেন্সযুক্ত ক্যামেরা রয়েছে। এর ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেবে দারুণ সেলফি তোলার সুযোগ। এক্সিনোজ ৮৫০ অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ ওয়ানইউআই ২.০ অপারেটিং সিস্টেম ডিভাইসটিকে দেবে দুর্দান্ত গতি। ডিভাইসটিতে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপের জন্য আছে পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের শক্তিশালী ব্যাটারি। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত ৪ গিগাবাইট র্যামের ডিভাইসটিতে ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ স্টোরেজ সুবিধা মিলবে।

 


আরো সংবাদ



premium cement