২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

পিএনওয়াই ব্রান্ডের পোর্টেবল এসএসডি

-

বর্তমান সময়ে ইউজাররা উচ্চক্ষমতাসম্পন্ন ডিভাইসকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন যাতে কম সময়ে বেশি ডাটা প্রসেস করা যায়। কম্পিউটার স্টার্ট এবং শাট ডাউন এর ক্ষেত্রেও দ্রুততম সলিউশন চেয়ে থাকেন ইউজাররা। আর এ ক্ষেত্রে পিএনওয়াই এসএসডি যেকোনো পোর্টেবল হার্ড ডিস্কের তুলনায় অনেক বেশি কার্যকর ভূমিকা পালন করবে। এটি পোর্টেবল হার্ড ডিস্কের তুলনায় ২০ গুণ বেশি গতিসম্পন্ন। ডেক্সটপ কিংবা ল্যাপটপ উভয় ক্ষেত্রেই এটি ব্যবহারযোগ্য। এই সলিড স্টেট ড্রাইভটিতে রয়েছে প্রথম প্রজন্মের এলিট ইউএসবি ৩.১। ফলে এটি ইউএসবি ৩.০ এবং ইউএসবি ২.০ উভয়কেই সমর্থন করবে। উচ্চগতিসম্পন্ন এ পণ্যটির রিডিং স্পিড ৪৩০এমবি/সেকেন্ড এবং রাইটিং স্পিড ৪০০এমবি/সেকেন্ড। এটি উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজের উপযুক্ত। পণ্যটি টেকসই করতে এতে আল্ট্রা-কমপ্যাক্ট অ্যালুমিনিয়াম হাউজিং ব্যবহার করা হয়েছে। বর্তমানে ২৪০ জিবি এবং ৪৮০ জিবি স্টোরেজ দিয়ে পণ্যটি বাজারে ছাড়া হয়েছে। দুটোতেই রয়েছে ৩ বছর বিক্রয়োত্তর সেবা। পিএনওয়াই ব্রান্ডের পোর্টেবল এসএসডি বাজারে নিয়ে এনেছে স্মার্ট টেকনোলজিস।


আরো সংবাদ



premium cement