০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে চলছে তাপপ্রবাহ

-

রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি অঞ্চলে চলছে তাপপ্রবাহ। মৌসুমি বায়ু হঠাৎ করে দুর্বল হয়ে গেছে। ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। গতকাল শনিবার খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা ছাড়া অন্য কোথাও তেমন বৃষ্টি হয়নি। গতকাল যশোর ও চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় যথাক্রমে ৩৭ ও ৪০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিপাত কমে যাওয়ায় হঠাৎ করেই তাপমাত্রা বেড়ে গেছে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ৩৭.৩ ডিগ্রি সেলসিয়াস। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানিয়েছে, আজ রোববার অথবা আগামীকাল সোমবারের মধ্যে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও এর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ওই লঘুচাপের পূর্বক্ষণে সারা দেশের হঠাৎ করেই কমে গেছে বৃষ্টি এবং বেড়ে গেছে তাপমাত্রা। আজ তাপ প্রবাহের আওতায় থাকবে ময়মনসংিহ ও সিলেট বিভাগের সবগুলো অঞ্চল। এ ছাড়া ঢাকা, রাঙ্গামাটি, মাঈজদীকোর্ট, ফেনী, বগুড়া, সিরাজগঞ্জ, মংলা, যশোর, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে তাপ প্রবাহ বয়ে যাবে এবং তা কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। তবে লঘুচাপের প্রভাবে আর্দ্রতা বেড়ে গেলে তখন হয়তো আকাশে মেঘের সৃষ্টি হবে এবং বৃষ্টি হতে পারে।
চলতি মাসের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বঙ্গোপসাগরে এ মাসে এক থেকে দুইটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর একটা নিম্নচাপের অবস্থায় পৌঁছতে পারে। নিম্নচাপ হলেও চলতি মাসের কোনো ধরনের ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই।


আরো সংবাদ



premium cement