০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


নির্বাচনে দেশবাসী পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন র‌্যাব ডিজি

-

র‌্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ বলেছেন, একাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে দেশবাসী তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন যাতে তারা আগামী পাঁচ বছর জনগণের সেবা করতে পারেন। আমরা বিশ্বাস করি, গত ১০ বছরে যে উন্নতি অগ্রযাত্রায় সারা বিশ্বকে তাক লাগিয়েছি সেই সাফল্য অব্যাহত থাকবে।
গত মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জে র‌্যাব-১১ সদর দফতরে ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। র‌্যাব-১১ সিও (কমান্ডার) রাসেল আহমেদ কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) জসিমউদ্দিন, সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহিন শাহ পারভেজ প্রমুখ। গত নির্বাচনে র‌্যাব-১১ এর অধীনে সবচেয়ে বেশি প্রায় ৪০টি আসনে নিরাপত্তার দায়িত্ব ছিল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় তাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এ সময় র‌্যাব ডিজি বলেন, মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে বিশেষ ভূমিকা পালন করেছে র‌্যাব। এসব বিষয়ে র‌্যাবের সফলতাকে প্রধানমন্ত্রী তার নির্বাচনী ম্যানুফেস্টেও রেখেছিলেন।
র‌্যাব ডিজি বলেন, আমাদের নতুন একটি ইউনিট র‌্যাব-১৫ খুব শিগগিরই কাজ শুরু করবে। প্রধানমন্ত্রীর সময় পেলে আমরা ফেব্রুয়ারিতে এই ইউনিট চালু করতে পারব। এই ইউনিট মিয়ানমার থেকে আসা মাদক নিয়ন্ত্রণে কাজ করবে।  

 


আরো সংবাদ



premium cement