০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ছিনতাইকারী কেড়ে নিল জার্মান তরুণীর ল্যাপটপ

-

রাজধানীর ধানমন্ডি এলাকায় গত বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর কবলে পড়েন জার্মানি এক তরুণী। প্রাইভেটকারে আসা দুর্বৃত্তরা রিকশারোহী ওই জার্মান তরুণীর ল্যাপটপের ব্যাগটি টেনে নিয়ে যায়।
এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি মামলা করেছেন সুইন্ডে উইদারল্যান্ডের নামে ওই তরুণী। তাতে তিনি উল্লেখ করেছেন, ভোরবেলায় এলিফ্যান্ট রোডে নিজের অস্থায়ী আবাসে রিকশায় করে যাওয়ার সময় একটি সাদা গাড়ি থেকে এক ব্যক্তি তার ব্যাকপ্যাকটি টান মেরে নিয়ে যায়। ওই ব্যাগে তার ল্যাপটপ, ক্যামেরা, ক্রেডিট কার্ড এবং তার দু’টি হার্ডডিস্কসহ অন্যান্য জিনিস ছিল। সুইন্ডে গত শুক্রবার ভোরে জার্মানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সুইন্ডের বন্ধু শশাঙ্ক সাহা পুলিশকে জানান, গত জানুয়ারিতে ধানমন্ডির পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটে ফটোগ্রাফি কোর্স করতে ঢাকায় আসেন সুইন্ডে। তিনি চট্টগ্রামে জাহাজভাঙ্গা শিল্প, সুন্দরবন, কুয়াকাটাসহ অনেক জায়গায় প্রচুর ছবি তুলেছিলেন। সেই ছবিগুলো বিভিন্ন বন্ধুর কম্পিউটারে জমা ছিল। বুধবার রাতে শংকর বাসস্ট্যান্ডের কাছে এক বন্ধুর বাড়িতে অন্য বন্ধুসহ রাতে থেকে তিনি সব ছবি তার হার্ডডিস্কে স্থানান্তর করেন। ভোরবেলা এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যালের অস্থায়ী আবাসে ফিরতে তিনি একটি রিকশা ভাড়া করেন। রিকশাটি জিগাতলা পার হয়ে সীমান্ত স্কয়ারের ফটকে আসামাত্র একটি সাদা গাড়ি থেকে তার ব্যাগটি টান দিয়ে নিয়ে যায়। গাড়ির নম্বরপ্লেট বাংলায় থাকায় তিনি সেটি বুঝতে পারেননি। রিকশাচালকও সেটি খেয়াল করেননি। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পড়েন সুইন্ডে।
এ ঘটনায় কারা জড়িত, তা পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ইন্সপেক্টর (তদন্ত) পারভেজ ইসলাম।


আরো সংবাদ



premium cement