২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`
অস্কার

সেরা সিনেমা সহ ৭টি পুরস্কার জিতল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার একটি দৃশ্য - ছবি - ইন্টারনেট

অস্কারের ৯৫তম আসরে রাজত্ব ছিল ‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমাটির। সেরা চলচ্চিত্রসহ সাতটি ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ছবিটি।

এবারের আসরে সবচেয়ে বেশি ক্যাটাগরিতেও মনোনয়ন পেয়েছিল সিনেমাটি।

সেরা চলচ্চিত্র ছাড়াও অভিনেত্রী (মিশেল ইয়োহ), সহ-অভিনেত্রী (জেমি লি কার্টিস), সহ-অভিনেতা (কে হু কোয়ান), পরিচালক (ড্যানিয়েল কোয়ান) এবং চিত্রনাট্য ও এডিটিংয়ে পুরস্কার জিতে সিনেমাটি।

অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে ইতিহাস রচনা করেছেন মিশেল ইয়োহ। মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী এই অভিনেত্রী প্রথম এশীয় নারী হিসেবে এই পুরস্কার জিতেছেন।

তিনি বলেন, ‘পুরস্কারটি আমার মা এবং বিশ্বের সমস্ত মাকে উৎসর্গ করতে হবে। কারণ, তারা সত্যিই সুপারহিরো এবং তাদের ছাড়া আজ রাতে আমরা কেউ এখানে থাকব না।’

তিনি আরো বলেন, ‘আজ রাতে আমাকে যেসব ছোট ছেলে এবং মেয়েরা দেখছে, তাদের জন্য এটি একটি আশা এবং সম্ভাবনার বাতিঘর।’

সেরা পরিচালকের পুরস্কার হাতে নিয়ে ড্যানিয়েল কোয়ান বলেন, ‘আজ রাতে যথেষ্ট কথা বলেছি। এই পুরস্কার আমাকে অনুপ্রাণিত করছে।’

সূত্র : ইউএস টুডে


আরো সংবাদ



premium cement