২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

নোয়াখালীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত - সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আবুল কালাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক অ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত হয়েছেন। এ সময় আরো এক শ্রমিক আহত হয়। বুধবার বসুরহাট-দাগনভূঞা সড়কের মীর বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আবুল কালাম উপজেলার সিরাজপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ নগর গ্রামের রৌশন আলী মিয়াজী বাড়ির মৃত জয়নাল আবেদীনের ছেলে। তিনি পেশায় একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মো: হায়দার হোসেন সম্রাট।

জানা গেছে, কালাম ফেনী জেলার দাগনভূঞার তালের চারা এলাকার মাদরাসা মার্কেটের পাশে একটি ভবনের নির্মাণ কাজ করতেন। সকালে পায়ে হেঁটে ওই ভবনে কাজ করতে বাড়ি থেকে বের হন তিনি। পথে বসুরহাট থেকে ঢাকামুখী একটি অ্যাম্বুলেন্স তাকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। এ সময় কালাম ও তার সাথে থাকা শ্রমিক গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement