১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


লটারিতে পাওয়া মোটরসাইকেল বিক্রির টাকায় চাল পেল প্রতিবন্ধীরা

- ছবি : নয়া দিগন্ত

চট্টগ্রামের মিরসরাইয়ে লটারিতে পাওয়া পুরস্কার মোটরসাইকেল বিক্রির টাকায় চাল পেয়েছে ৭০টি প্রতিবন্ধী পরিবার। প্রতি পরিবারকে ২৫ কেজি করে ১৭৫০ কেজি চাউল দিয়েছেন লটারি বিজয়ী করেরহাট উদয়ন ক্লাবের সহ-সভাপতি ও ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম।

শুক্রবার সকালে করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে চালগুলো তুলে দেয়া হয়েছে।

এ সময় উদয়ন ক্লাবের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: শেখ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আবুল হোসেন ও ব্যবসায়ী সাইফুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য শহীদ উল্লাহ, জামাল উদ্দিন, উদয়ন ক্লাবের সভাপতি জানে আলম, সাধারণ সম্পাদক শওকত আলী, সাবেক সভাপতি আব্দুর রহিম, আওয়ামী লীগ নেতা সাহাব উদ্দিন, মহিউদ্দিন কিরণসহ উদয়ন ক্লাবের নেতারা।

ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন, শনিবার (২ মার্চ) উদয়ন মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠানে আমি দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল পেয়েছিলাম। পাওয়ার সাথে সাথে আমি মনস্থির করেছি, এই মোটরসাইকেল বিক্রি করে প্রতিবন্ধীদের সহায়তা করবো। ১০০ সিসির মোটরসাইকেলটি ৯০ হাজার ১০০ টাকায় বিক্রি করেছি। ওই টাকা দিয়ে চাল ক্রয় ইউনিয়নের ৭০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে ২৫ কেজি করেছি।’

তিনি আরো বলেন, মোটরসাইকেল পেয়ে যত না খুশি হয়েছি, তার চেয়ে বেশি ভালো লাগছে প্রতিবন্ধীদের জন্য সামান্য কিছু করতে পেরে।

উল্লেখ্য, ব্যবসায়ী সাইফুল ইসলাম পুরো রমজান মাসে ভোক্তাদের কাছে এক টাকা লাভে চাউল বিক্রি করছেন। তার এমন উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে।


আরো সংবাদ



premium cement
ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে! বরের বয়স ১০০, কণের ৯৬! সিনেমার গল্পকেও হার মানানো প্রেমকাহিনী কোহলির দুরন্ত ইনিংস, পাঞ্জাবকে হেলায় হারাল বেঙ্গালুরু আত্মসম্মানে আঘাত, অধিনায়কত্ব ছাড়ছেন রাহুল! দেড় বছর পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন চলতি বছরেই শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি নির্বাচন অস্ত্রের চালান স্থগিত, যুক্তরাষ্ট্রকে যা বলল ইসরাইল রাফায় বড় অভিযান চালিয়েও হামাসকে হারানো সম্ভব নয় : হোয়াইট হাউস দুর্নীতির স্বর্ণরেণু, বিন্দু থেকে যেভাবে সিন্ধু মিসরে মুসলিম ব্রাদারহুডের ভবিষ্যৎ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ডেভিড মিল

সকল