০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫
`


নবীনগরে ২ গ্রামে সংঘর্ষ : নিহত ১

মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়ার দৃশ্য। - ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সড়কে জিপি উত্তোলনকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ ঘটেছে। এ সময়
শীতল মিয়া (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’পক্ষের আরো ১৫ থেকে ২০ জন।

শনিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর ব্রিজ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত গ্রেফতার কিংবা মামলা হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর-ধরাভাঙ্গা সড়কে গত শুক্রবার সন্ধ্যায় পিকআপ থেকে জিপি উত্তোলনকে কেন্দ্র করে মুক্তারামপুর গ্রামের ইব্রাহিম মিয়ার সাথে ধরাভাঙ্গা গ্রামের রহিম মিয়ার কথা কাটাকাটি হয়। এটা পরে হাতাহাতির পর্যায়ে চলে যায়। ওই ঘটনার জেরে শনিবার ধরাভাঙ্গা গ্রামের বড়িকান্দি ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান লাল মিয়ার ছেলে মানিক ও খোকন মিয়াকে মারধর করে। এ খবর ধরাভাঙ্গা গ্রামে ছড়িয়ে পড়লে ধরাভাঙ্গা গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুক্তারামপুর গ্রামে হামলা চালায়। এ সময় তারা মুক্তারামপুর গ্রামের মৃত কানু মিয়ার ছেলে শীতল মিয়াকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নরসিংদী হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

স্থানীয়রা আরো জানান, ওই সময় হামলাকারীরা মুক্তারামপুর গ্রামের ছয়টি ঘরে আগুন লাগিয়ে দেয়। তাতে নগদ টাকা, স্বর্ণালংকারসহ অন্তত ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। পরে নবীনগর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

নাম প্রকাশ না করার শর্তে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ওই সংঘর্ষে হামলাকারীরা পিস্তলের গুলিও ছুঁড়েছেন।

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেন নবীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারফ হোসেন। তিনি বলেন, ‘আমি সংবাদ পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে গিয়েছি। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে এখন অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নরসিংদী হাসপাতালে ময়নাতদন্ত চলছে। একইসাথে গুলি করার বিষয়টিও পুলিশ তদন্ত করছে।’


আরো সংবাদ



premium cement
গাজীপুরে পল্লী বিদ্যুতের সাবস্টেশনে দুর্ধর্ষ ডাকাতি সখীপুরে স্কুল খোলা থাকলেও নেই শিক্ষার্থী, প্রধান শিক্ষকের রুমে তালা বিজয়ের সেঞ্চুরিতে ডিপিএলে অপরাজিত চ্যাম্পিয়ন আবাহনী বিদ্যুৎস্পৃষ্টে নয়, মা গলা টিপে হত্যা করেন শিশু মাইশাকে গরমে ঢাকার হাসপাতালে রোগীর অতিরিক্ত চাপ, শিশু ওয়ার্ডে আসন সঙ্কট প্রকট এ জে মোহাম্মদ আলীর রূহের মাহফিরাত কামনায় সুপ্রিম কোর্টে দোয়া চৌগাছায় দুর্বৃত্তের আগুনে পুড়ল কৃষকের ১ বিঘা জমির পানের বরজ সেলফি তুলতে চাওয়ায় ভক্তের ওপর চটেছেন সাকিব, চেপে ধরলেন ঘাড় টিভি চ্যানেলের অবৈধ সম্প্রচার বন্ধে কার্যক্রম শুরু যেখানে অবৈধ পাথর খনির মিহি গুঁড়াতে ভরে ওঠে ফুসফুস শিবপুরে গৃহবধূর আত্মহত্যা : স্বজনদের দাবি হত্যা, স্বামী আটক

সকল