২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

চট্টগ্রামে আবারো ভূমিকম্প অনুভূত

চট্টগ্রামে আবারো ভূমিকম্প-বন্দরনগরী চট্টগ্রাম
-

নিকট অতীতের সবচেয়ে তীব্র ঝাঁকুনি (৬.২ মাত্রার ভূমিকম্প) অনুভবের এক দিন না যেতেই শনিবার বিকেলে আবারো ভূমিকম্প অনুভূত হয়েছে বন্দরনগরী চট্টগ্রামে। এদিন বিকেল ৩টা ৪৭ মিনিট ১৬ সেকেন্ডে এই ভূমিকম্প সংঘটিত হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, রিক্টার স্কেলে ৪ দশমিক ২ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভারত-মিয়ানমারের সীমান্তবর্তী স্থানে। যার দূরত্ব ঢাকার আগারগাঁও সিসমিক সেন্টার থেকে ৩১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।

এর আগে শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিট ৪১ সেকেন্ডে ভারতের মিজোরাম সীমান্তবর্তী মিয়ানমারের ফালাম জেলা শহর থেকে ১৯ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে চীন প্রদেশের রাজধানী হাখা শহরের কাছে সংগঠিত ভূমিকম্পের মাত্রা ছিলা ৬ দশমিক ২। ঢাকা থেকে ওই ভূমিকম্পের উৎপত্তিস্থলের দূরত্ব ছিল ৩৩৯ কিলোমিটার।


আরো সংবাদ



premium cement