০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


৯ দিন পর মাদরাসাছাত্রী উদ্ধার, অভিযুক্ত একজন গ্রেফতার

- প্রতীকী ছবি

নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদরাসার ১০ম শ্রেণীর ছাত্রী শিপা আক্তার (১৫) অপহরণের শিকার হয়। ওই ছাত্রী লামচর ভূঁইয়া বাড়ির জামাল উদ্দিনের মেয়ে। ছাত্রীর বাবার অভিযোগের ভিত্তিতে চাটখিল থানা পুলিশ অভিযান চালিয়ে ৯দিন পর অপহরণের শিকার ওই ছাত্রীকে উদ্ধার করেছে। এ সময় অপহরণকারী সাখায়েত হোসেন জিহাদ (২৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার জিহাদ চাটখিল পৌরসভার ছয়ানীটবগা বড় বাড়ির ইসমাইল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৪ সেপ্টেম্বর ওই ছাত্রী মাদরাসায় যাওয়ার পথে তালতলা থেকে জিহাদসহ অজ্ঞাতনামা তিন-চারজন মিলে তাকে অপহরণ করে। অপহরণের পর ওই ছাত্রীর বাবা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে পৌরসভার ভীমপুর থেকে ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারী জিহাদকে গ্রেফতার করেছে।

এ ব্যাপারে চাটখিল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবুল খায়ের জানান, গ্রেফতার জিহাদকে আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষার জন্য পাঠানো হবে। এ সময় তিনি আরো জানান, জিহাদ নিখোঁজ হয়েছে মর্মে তার বাবা একই দিন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।


আরো সংবাদ



premium cement