১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪২৯, ০৮ রমজান ১৪৪৫
`

করোনায় মৃত মুক্তিযোদ্ধার সৎকারে নেই স্বজনরা, দায়িত্ব নিলেন পুলিশ

করোনায় মৃত মুক্তিযোদ্ধার সৎকারে নেই স্বজনরা, দায়িত্ব নিলেন পুলিশ - সংগৃহীত

ফরিদপুরে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া সদর উপজেলার মুক্তিযোদ্বা সংসদের ডেপুটি কমান্ডার কমলেশ চক্রবর্তী ভানুর সৎকারে এগিয়ে আসেনি স্বজনরা। পরে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম তার সৎকারের দায়িত্ব পালন করেন।

কমলেশ চক্রবর্তী ভানুফরিদপুরের সদর উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও তিনি শহরের অন্যতম নিলটুলী কালিমন্দিরের পুরোহিত ছিলেন।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহফুজুর রহমান বুলু জানান, সকাল সাড়ে ৮টার দিকে ফমেক হাসপাতালে যান কমলেশ চক্রবর্তী। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে হাসপাতাল থেকে লাশ নেয়া হয় অম্বিকাপুর মহাশ্মশানে। পরিবারের দু’জন সদস্য বাদে সেখানে তার নিকটজন বা সম্প্রদায়েরও কেউ ছিলেন না।

জেলা যুবলীগের আহ্বায়ক এইচএম ফোয়াদ জানান, শ্মশান কমিটি, পূজা উদযাপন কমিটিসহ স্থানীয় হিন্দু নেতৃবৃন্দকে ফোন করেও তাদের আনতে পারিনি। পৌর মেয়রকেও পাওয়া যায়নি ফোনে। পরে আমরা স্থানীয়দের সাথে কথা বলে লাশ নামিয়ে দাহ করার চুল্লিতে নেয়ার ব্যবস্থা করি।

শহর আওয়ামী লীগের সভাপতি বরকত ইবনে সালাম জানান, লাশ চুল্লিতে নিলেও সেখানে শ্মশানের কেউ ছিলো না। ছিলোনা জ্বালানীর ব্যবস্থা। পরে জ্বালানীর ব্যবস্থা হলে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম লাশের উপর সেগুলো সাজিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, নিহতের অন্য কোন স্বজন কিংবা সম্প্রদায়ের সদস্যদের অনুপস্থিতিতে নিজেই এ দ্বায়িত্ব কাঁধে তুলে নিই। তারপর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুম রেজার নেতৃত্বে তাকে গার্ড অব অনার প্রদান করা হলে মৃতের বড় সন্তান দীপ চক্রবর্তী মুখাগ্নি করেন।


আরো সংবাদ



premium cement
সম্পদ বিবরণী জমা দেয়ার বাধ্যবাধকতা বাতিল হলে দুর্নীতি উৎসাহিত হবে : টিআইবি ফিলিপাইন ও জাপানের নেতাদের সাথে বৈঠকে বসছেন বাইডেন ইফতার পার্টির নামে সরকারের অন্ধ সমালোচনা করছে বিএনপি : ওবায়দুল কাদের ভাড়া বেশি নিলে সেই বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সমিতির যুক্তরাষ্ট্রে প্রীতি ম্যাচে খেলা হচ্ছে না মেসির ঢাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযানে মূলহোতাসহ ৩৫ জন গ্রেফতার মে মাসে মেলবোর্নে নিউক্যাসলের মুখোমুখি হবে টটেনহ্যাম নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৩ মেসি না খেলায় হংকংয়ের সমর্থকরা টিকেটের অর্ধেক অর্থ ফেরত পাবে অবন্তিকার অভিযোগ কে কে অবহেলা করেছে, তদন্ত করা হবে : জবি ভিসি গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে সৌদি ও মিসর যাবেন ব্লিঙ্কেন

সকল