২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরে গেলেন আটকে পড়া ১০৬ ভারতীয় নাগরিক

আখাউড়া চেকপোস্ট দিয়ে ফিরে গেলেন আটকে পড়া ১০৬ ভারতীয় নাগরিক - নয়াদিগন্ত

লকডাউনের কারণে বাংলাদেশের বিভিন্ন স্থানে আটকা পড়া ১০৬ জন নাগরিক ভারতে ফিরে গেছেন। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরে যান তারা।

দুই দেশের চেকপোস্টে যেন যাত্রীরা কোনো ধরনের অসুবিধায় না পড়েন সেজন্য চেকপোস্টে এসে যাত্রীদের বিদায় দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস।

উল্লেখ্য যে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান লকডাউনের কারণে ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন স্থানে ভারতীয় নাগরিকরা আটকা পড়েছিলেন।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক জানান, চেকপোস্ট দিয়ে ১২৯ জন ভারতীয় নাগরিক নিজ দেশে ফিরবেন বলে আমরা জানতে পেরেছি। কিন্তু বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ১০৬ জন ইমিগ্রেশন সম্পন্ন করে ভারতে প্রবেশ করেছেন। বাকিরা চেকপোস্টে আসেননি।

হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস সাংবাদিকদের বলেন, লকাউনের কারণে অনেকেই বাংলাদেশে আটকা পড়েছিলেন। ইতোমধ্যে ৯টি ফ্লাইটে প্রায় দেড় হাজার জনকে দেশে পাঠানো হয়েছে। আজকে আরেকটি ফ্লাইট যাবে। করোনার কারণে অনেক সতকর্তা নিতে হচ্ছে। যারা যাচ্ছেন তাদের ভারতে গিয়ে করোনাভাইরাসের পরীক্ষা হবে। সবাইকে কোয়ারেন্টিনে থাকতে হবে।

চেকপোস্টে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়ম, জেলা পুলিশের বিশেষ শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা প্রমুখ উপস্থিত ছিলেন।


আরো সংবাদ



premium cement