১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


কক্সবাজারের চার স্কুল ছাত্র রাঙ্গামাটি থেকে উদ্ধার

-

কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নিখোঁজ চার ছাত্রকে রাঙ্গামাটির আবাসিক হোটেল রাজু থেকে আজ সোমবার দুপুরে উদ্ধার করা হয়েছে। রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের পরিদর্শক (ওসি) সত্যজিৎ বডুয়া এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দুপুর আড়াইটার দিকে চার ছাত্রকে ওই হোটেলের ৪০২ নম্বর কক্ষ থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। বর্তমানে তারা থানা হাজতে রয়েছে।
তিনি জানান,ছাত্ররা টিনএজার, বাসায় না বলে তারা রাঙ্গামাটি এসেছে বলে পুলিশের কাছে জানায়। বিষয়টি কক্সবাজার জেলা পুলিশকে অবহিত করা হয়েছে।
রোববার ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়ে তারা আর কেউই বাড়ি ফিরেনি। এ নিয়ে তাদের পরিবার ও স্কুলের শিক্ষক ও অভিভাবক মহল ছিল উদ্বেগ ও উৎকণ্ঠায়। রাঙ্গামাটিতে তাদের সন্ধান পাওয়ার খবরে পরিবারগুলোতে স্বস্তি ফিরেছে।
এসব ছাত্ররা হলো শহরের আদর্শ কামিল মাদরাসার উপাধ্যক্ষ মওলানা জহির আহমদের ছেলে সাইয়েদ নকীব, বাসটার্মিনাল এলাকার আকতার কামাল চৌধুরীর ছেলে শাহরিয়ার কামাল সাকিব ও একই এলাকার ফয়েজুল ইসলামের ছেলে শাফিন নূর ইসলাম এবং বাজারঘাটা এলাকার অ্যাডভোকেট আব্দুল আমিনের বড় ছেলে এইচ এ গালিব উদ্দিন। তারা সবাই কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম ও সপ্তম শ্রেণির ছাত্র। গালিবের বাবা অ্যাডভোকেট আবদুল আমিন জানান,তিনি ইতিমধ্যেই রাঙ্গামাটি রওয়ানা দিয়েছেন এবং অন্য অভিভাবকরাও রাঙ্গামাটির পথে।


আরো সংবাদ



premium cement
ডিএমপির অভিযানে গ্রেফতার ৩১ আজ সকালে বিশ্বে বায়ু দূষণের তালিকায় ঢাকা তৃতীয় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ মেহেরপুরে স্বামীর হাতে স্ত্রী খুন গাজার উদ্দেশে সাহায্যের চালান নিয়ে জাহাজ সাইপ্রাস ছেড়েছে কিছু দেশ কেন নিজেদের মুদ্রার দাম কমিয়ে রাখতে চায় অবৈধ অভিবাসন প্রত্যাশীদের রোধ করতে বেলারুশের সাথে সীমান্তে পোল্যান্ডের কড়াকড়ি আরোপ রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির সমাবেশ আজ ভারতীয় শ্রমিকরা ইসরাইলি সৈন্যদের ছাউনি, ফিলিস্তিনিদের বন্দীশালা নির্মাণ করছে!

সকল