২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


মেহেরপুরে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

- ছবি : প্রতীকী

মেহেরপুরের সদর উপজেলায় ছালেহা খাতুন (৫৮) নামের এক গৃহবধূকে তার স্বামী এলাহী বক্সের (৬২) বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার সকাল ৬টার দিকে গোভিপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

ছালেহা খাতুনের বড় মেয়ে হালিমা খাতুন (৩৯) বলেন, সকালে উচ্চস্বরে চিৎকার শুনে মা-বাবার শোয়ার ঘরের সামনে গিয়ে দেখি বাবা মাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে বসে আছেন। তখনও মায়ের শরীর থেকে রক্ত গাড়িয়ে গড়িয়ে পড়ছিল। তাৎক্ষণিক অনেক লোকজন জড় হয়ে যায়। পরে থানায় খবর দিলে পুলিশ বাবাকে গ্রেফতার করে। পুলিশ মায়ের লাশ উদ্ধার করে মর্গে নিয়ে গেছে।

প্রতিবেশীরা জানায়, এলাহী বক্সকে গ্রেফতারের সময় তিনি বলেন, তার পারিবারিক জীবন অসহ্য হয়ে গিয়েছিল। নানা রকম সমস্যার কারণে উত্তেজিত হয়ে মাথা ঠিক রাখতে পারেননি। তাই তিনি এই হত্যার ঘটনাটি ঘটিয়েছেন।

অপরাধের কথা স্বীকার করে তিনি আরো বলেন, ডিসি সাহেবকে বলেন আমাকেও যেন গুলি করে হত্যা করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক নানা সমস্যার কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।’

সুষ্ঠু তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ব্যাটারিচালিত রিকশা আবার চালুর সিদ্ধান্তে যে প্রতিক্রিয়া বগুড়ায় মুদি দোকানি হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন মন্ত্রিসভায় এপোস্টল কনভেনশন স্বাক্ষরের অনুমোদন : বছরে সাশ্রয় হবে ৫০০ কোটি টাকা ধোনির অবসর নিয়ে যা জানাল চেন্নাই সুপার কিংস গ্রেফতারি পরোয়ানা : যা বলল হামাস ও ইসরাইল ‘অপরিপক্ব আম নামিয়ে বাজারজাত করলে কঠোর ব্যবস্থা’ কঠোরভাবে বাজার মনিটরিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর গাইবান্ধায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন কারাদণ্ড রাইসিকে হত্যার অভিযোগ, যা বলছে ইসরাইল নেতানিয়াহু, গ্যালান্ট ও হামাসের ৩ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে আশুলিয়ায় নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সকল