৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

-

ঢাকা, খুলনা, রাজশাহী, সিলেটসহ সারা দেশ একযোগে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গত সোমবার সকালে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে সব সহকর্মীকে চকোলেট দিয়ে শুভেচ্ছা জানিয়ে লিফলেট বিতরণ করা হয় এবং জিপিইইউর শুভেচ্ছা বোর্ডে সবাই শুভেচ্ছা বাণী লিখে জিপিইইউকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। এরপর বিকেল ৪টায় জিপিইইউর আয়োজনে, গ্রামীণফোনের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় জিপি হাউজ মিলনায়তনে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি মিয়া মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়দ তানভীর হোসাইন স্বাগত বক্তব্য দেন। জিপিইইউ সেক্রেটারি মিয়া মাসুদ বলেন, জিপি ম্যানেজমেন্ট ও আমরা শ্রমিক নেতৃবৃন্দ উভয় পক্ষই এখন একে অপরের প্রতি আস্থাশীল। গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাতুজ আল কাদরী স্মৃতিচারণ করে বলেন, ২০১২ সালে ইউনিয়ন গঠনের পর থেকে নানান চড়াই উৎরাই পেরিয়ে জিপিইইউ আজ যে সাত বছর পূর্ণ করেছে, তার সফলতার দাবিদার এর সব সদস্য। জিপিইইউর নারী নেত্রী রোকসানা পারভীন বলেন, জিপিইইউ লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে এবং যেকোনো হয়রানির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। জিপিইইউ চায় নারীবান্ধব প্রতিষ্ঠান। ২০১২ সালে ব্যাপক চাকরিচ্যুতির আশঙ্কা থেকে গ্রামীণফোনের কর্মীরা একতাবদ্ধ হয়ে চাকরির নিশ্চয়তার দাবিতে আইনি প্রক্রিয়া মেনে একটি ইউনিয়ন গঠন করে এবং নিবন্ধনের জন্য আবেদন করে। জিপিইইউ গঠন হয় ২০১২ সালের ১৪ জুন। ২৩ জুলাই নিবন্ধনের জন্য শ্রম পরিচালকের কাছে আবেদন করে সংগঠনটি। রেজিস্ট্রেশনের দরখাস্ত দাখিলের পর শ্রম অধিদফতর তা প্রত্যাখ্যান করলে শুরু হয় আইনি লড়াই। অবশেষে সাত বছর ধরে শ্রম আদালত, শ্রম আপিল ট্রাইব্যুনাল এবং হাইকোর্টের আইনি প্রক্রিয়া শেষে এ বছর ২০১৯-এর ৭ মার্চ ট্রেড ইউনিয়নের নিবন্ধন পায় জিপিইইউ,যার রেজিস্ট্রেশন নম্বর বি-২২০১। সবশেষে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক সাত বছর জিপিইইউর সাথে থেকে সবধরনের সহযোগিতা করার জন্য সরকার, শ্রম মন্ত্রণালয়, জিপিইইউর সব বর্তমান ও সাবেক সদস্যসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। জিপিইইউর সব সদস্যকে সৎ থেকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করার মাধ্যমে আগামীতে আরো সাফল্য নিয়ে আশার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement