৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


নাইজেরিয়ায় স্কুল অব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠার উদ্যোগ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির

-

নাইজেরিয়ায় ‘স্কুল অব ইঞ্জিনিয়ারিং’ প্রতিষ্ঠার উদ্যোগ নিলো দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। নাইজেরিয়ায় সফটওয়্যার, টেক্সটাইল ও জনস্বাস্থ্যবিষয়ক শিক্ষা প্রসারের উদ্দেশ্যে আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনা (এইউকে)-এর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ, টেক্সটাইল ইঞ্জিনিংয়ারিং বিভাগ ও মাস্টার্স অব পাবলিক হেলথ বিভাগ। গত ১৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৭১ মিলনায়তনে এ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা চুক্তিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম এবং আল কালাম ইউনিভার্সিটি কাৎসিনার ভিসি অধ্যাপক সেহু গার্কি আদাও নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো: সবুর খান এবং সংশ্লিষ্ট অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানরা। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নাইজেরিয়ায় তাদের শিক্ষা কার্যক্রম সম্প্রসারিত করল। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement