১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


না‌জিরপু‌রে গৃহবধূর আত্মহত্যা, গ্রেফতার ১

- ছবি : সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় গণধর্ষণের শিকার হ‌য়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গে‌ছে।

এ ঘটনায় রোববার ভোরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপ‌জেলা থে‌কে মোঃ সজল মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে না‌জিরপুর থানা পু‌লিশ।

সজল কোটালিপাড়া উপজেলার বানারজোড় গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে।

এর আগে শনিবার সকালে নাজিরপুর উপজেলার সোনাপুর গ্রামে নিজ বাড়ির সাম‌নের রাস্তার পা‌শে আম গাছ থে‌কে গৃহবধুর লাশ উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী সূ‌ত্রে জানা যায়, ভুক্তভোগী ধর্ষ‌ণের লজ্জায় প‌ড়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের স্বামী মোঃ জিসান (২৭) ও সজল মোল্লাসহ তিনজনের নাম উল্লেখ ও আরো দু’জনকে অজ্ঞাত আসামি করে গণধর্ষণের অভিযোগে নাজিরপুর থানায় মামলা করা হয়।

সজল এ মামলার দুই নম্বর আসামি। মামলার প্রধান আসামি জিসান উপজেলার মালিখালী ইউনিয়নের ততুবাড়ি গ্রামের আবদুল জলিলের ছেলে।

মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, ভুক্তভোগী বিভিন্ন সময় কেনা-কাটার জন্য গোপালগঞ্জের কোটালিপাড়ায় যাতায়াত করতেন। জিসান তাকে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করতেন। শুক্রবার বিকেলে ভুক্তভোগী কোটালিপাড়া গেলে জিসান তাকে ফের কু-প্রস্তাব দেয়। রাজি না হওয়ায় ভুক্তভোগীকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যায় জিসান। সেখানে সজলসহ পাঁচজন তাকে গণধর্ষণ করে কোটালিপাড়ার লিংক রোড এলাকায় ফেলে রেখে যায়। এতে ক্ষোভে ও লোক লজ্জায় ভুক্তভোগী আত্মহত্যা করেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির বলেন, গৃহবধূকে গণধর্ষণের ঘটনায় তার স্বামীর করা মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। জড়িত অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা অব‌্যাহত র‌য়ে‌ছে।


আরো সংবাদ



premium cement
বিএনপি-জামায়াতের বর্জনে ভোটার উপস্থিতি তলানিতে তিস্তায় হাঁটুপানি ভেঙে নদী পার হয় শিক্ষার্থীরা ফরিদপুর সদরে সামচুল, মধুখালীতে মুরাদ ও চরভদ্রাসনে আনোয়ার বিজয়ী মধু গাইরার বিলে বাস্তবায়ন হচ্ছে হাঁস ও মৎস্য খামার প্রকল্প কালিয়ায় আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পরাজিত কুড়িগ্রামের তিনটি উপজেলায় চেয়ারম্যান হলেন যারা নোয়াখালী জেলা আ’লীগের সভাপতিকে হারিয়ে চেয়ারম্যান হলেন এমপি পুত্র ঝিনাইগাতীতে বিজয়ী হলেন যারা প্রেমিক যুগলের গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন চেয়ারম্যান বরখাস্ত নড়িয়ায় তৃতীয়বারের মতো ইসমাইল হক ও ভেদরগঞ্জে ওয়াছেল কবির বিজয়ী ৭৬.৬২ শতাংশ ভোট পেয়ে জিতলেন মুক্তিযোদ্ধা কন্যা দিলারা

সকল