২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


পাথরঘাটায় বাবার সাথে অভিমান করে ছেলের আত্মহত্যা

-

বরগুনার পাথরঘাটায় বাবার ওপর অভিমান করে মো: শাওন (২০) নামে এক তরুণ গলায় রশি দিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এঘটনা ঘটে।

আজ রোববার সকালে ঘরের পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় শাওনের লাশ দেখে পরিবারের লোকজন।

শাওন নাচনাপাড়া ইউনিয়নের মানিকখালী গ্রামের মো: জালাল হাওলাদারের ছেলে। সে বরিশাল বিএম কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

মৃত্যুর কয়েক ঘন্টা আগে শাওন ‘বড় ভাই শাওন’ নামে একটি ফেসবুক আইডিতে ইংরেজিতে ‘সবাই আমাকে মাফ করে দাও’ লেখাটি সবশেষ পোস্ট দেয়।

নাচনাপাড়া ইউনিয়নে চেয়ারম্যান মো: ফরিদ মিয়া জানান, স্থানীয় আল আমিনের ছেলে আরাফাতের সাথে পূর্ব শত্রুতার জের ধরে শাওনের মারামারি হলে শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদে উভয় পক্ষের উপস্থিতিতে মীমাংসা করে দেয়া হয়। পরে জালাল হাওলাদারকে তার ছেলে শাওনকে শোধরানোর জন্য বাড়িতে নিয়ে যেতে বলা হয়। ওই সময় কয়েক শ’ লোকের উপস্থিতে জালাল হাওলাদার শাওনকে চর-থাপ্পড় দেয়ার জন্য উদ্যত হলে শাওন দ্রুত স্থান ত্যাগ করে।

তিনি আরো বলেন, স্থানীয়দের ধারণা শাওন তার বাবার সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে।

শাওনের বাবা জালাল হাওলাদার মোবাইল ফোনে বলেন, ‘ওরে আমি মারধর করিনি। কি কারনে শাওন আত্মহত্যা করেছে তা আমি জানি না।’

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো: খবীর আহমেদ বলেন, ঘটনাটি আমরা শুনেছি তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেয়নি।


আরো সংবাদ



premium cement
বৈধভাবে ইতালিতে দক্ষ জনবল পাঠানো হবে : প্রতিমন্ত্রী বগুড়ায় ৩ উপজেলা চেয়ারম্যান হলেন যারা লামায় আ’লীগ সমর্থিত, নাইক্ষ্যংছড়িতে বিএনপি-জামায়াত ঘরোনার প্রার্থী বিজয়ী আগামী ঈদ পর্যন্ত কোনো পণ্য ঘাটতি থাকবে না : বাণিজ্য প্রতিমন্ত্রী আল জাজিরাকে সংবাদ দেয়ার অভিযোগে বার্তাসংস্থা এপির সরঞ্জাম জব্দ করল ইসরাইল মাঝ আকাশে তীব্র ঝাঁকুনি, বিমানযাত্রীর মৃত্যু যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ব্যাট হাতে চাপে বাংলাদেশ নেপালের প্রধানমন্ত্রীর সাথে পরিবেশমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক চৌগাছায় হাবিব চেয়ারম্যান নির্বাচিত মিরসরাইয়ে এসকিউ ইলেকট্রিক্যালসের মালামাল চুরির সময় আটক ৫ শ্রীপুরে ভোটে বাধা ও জাল ভোটের অভিযোগে শিক্ষকসহ ৬ জনের কারাদণ্ড

সকল