১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ব্যাট হাতে চাপে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিপক্ষেও ব্যাট হাতে চাপে বাংলাদেশ - ফাইল ছবি

সব কিছু বদলে গেলেও বদলায়নি বাংলাদেশের চিত্রনাট্য। যুক্তরাষ্ট্রের বিপক্ষেও হাঁটু কাঁপছে শান্ত-লিটনদের। টসে হেরে ব্যাট করতে নেমে চাপেই আছে টাইগাররা। ৭.২ ওভারে মাত্র ৫১ রানে হারিয়েছে ৩ উইকেট।

বিশ্বকাপের আগে প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। মঙ্গলবার প্রথম ম্যাচে মাঠে নামে টাইগাররা। যা যুক্তরাষ্ট্রের বিপক্ষে টাইগারদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।

স্মরণীয় এমন ম্যাচে টসে হের আগে ব্যাট করতে নেমে ৪.৩ ওভারে ভাঙে বাংলাদেশের উদ্বোধনী জুটি। যুক্তরাষ্ট্রের সাথেও পেরে উঠেননি লিটন দাস। আজও ব্যাট হাতে ব্যর্থ তিনি। ১৫ বলে ১৬ রানের বেশি করতে পারেননি তিনি, জাসদ্বীপ সিংহের বলে পড়েন এলবিডব্লিউর ফাঁদে।

ব্যর্থতার বেড়াজাল ভাঙতে পারেননি নাজমুল হোসেন শান্তও। বাংলাদেশ অধিনায়কের অবস্থা আরো খারাপ, তিনি ফেরেন ১১ বলে মাত্র ৩ রানে। তাকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন টেলর।

এর আগে, টেলর ফেরান সৌম্য সরকারকেও। ভালো শুরু পেলেও এই ওপেনার ইনিংস বড় করতে পারেননি। থিতু হওয়ার আগেই তাকে ফেরান টেলর। আউট হন ১৩ বলে ২০ রান করে।

এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ ৯ ওভার শেষে ৩ উইকেটে ৬০ রান।


আরো সংবাদ



premium cement