০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা

-

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। আগামী ২৮ এপ্রিল ঈদগাঁও উপজেলার ইসলামপুর, পোকখালী, ইসলামাবাদ, জালালাবাদ, ঈদগাঁও ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তিন চেয়ারম্যান পদপ্রার্থীসহ সাতজনকে বিভিন্ন অঙ্কের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত বৃহস্পতিবার উপজেলার ইসলামাবাদ, জালালাবাদ ও পোকখালী ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির জানান, ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে নিয়োজিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনী এলাকা পরিদর্শনকালে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, ফখরুদ্দিন ফরাজী কাজল, মোহাম্মদ সাইফুদ্দিন, সাধারণ সদস্য পদপ্রার্থী জুনায়েদ হোসেন জিকু, কামাল হোসেন, রফিকুল ইসলাম ও সংরক্ষিত নারী সদস্য সাবিয়া আক্তারকে সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

 


আরো সংবাদ



premium cement