০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


হোসেনপুরে ভাতিজার ছুরিকাঘাতে চাচা নিহত

-

কিশোরগঞ্জের হোসেনপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে সবুজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর গ্রামের বাঘালিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবুজ মিয়া উপজেলার উত্তর গোবিন্দপুর গ্রামের মো: মধুর বাপের ছেলে। সবুজ তারই চাচাতো ভাই সুলাইমানের ছেলে আব্দুল হাকিমের (২৮) ছুরিকাঘাতে নির্মমভাবে খুন হয় বলে নিহতের পরিবার দাবি করে।

অতিরিক্ত পুলিশ সুপার (হোসেনপুর সার্কেল) সুজন চন্দ্র সরকার জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই পরিবারের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার বিকেলে দুই পক্ষের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষের একপর্যায়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সবুজ মিয়া নিহত হন। এ সময় বড়ভাইকে বাঁচাতে গিয়ে নিহতের ছোট ভাই হাক্কু মিয়াও (৪০) গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাহিদ হাসান সুমন এবং ওসি তদন্ত মো: টুটুল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসল রহস্য উদঘাটন ও আলামত সংগ্রহের পাশাপাশি ঘাতককে গ্রেফতারে বিভিন্ন এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে।


আরো সংবাদ



premium cement
বৃহস্পতিবার স্কুল-কলেজ খোলা না বন্ধ, সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোতে আকস্মিক বন্যার সতর্কতা জারি সকল দল-মতের মানুষকে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান মির্জা ফখরুলের শফিউল বারী বাবুর জন্মদিনে পানি ও স্যালাইন বিতরণ করল তার দুই শিশু সন্তান টি-টোয়েন্টি বিশ্বকাপ : আফগান দলে ছয় অলরাউন্ডার কপ-২৯ সম্মেলনে জলবায়ু সহনশীলতা অ্যাডভোকেসি জোরদার করবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ন ও নির্যাতন বন্ধের দাবি বিএফইউজে-ডিইউজের সব আদালতে ওয়ান স্টপ সার্ভিস বাস্তবায়ন করা হবে : প্রধান বিচারপতি ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকের ওপর আক্রমণ ন্যক্কারজনক : স্বাস্থ্যমন্ত্রী নারীর বিরুদ্ধে সহিংসতা : অস্ট্রেলিয়ায় পর্ন সাইটেও নজরদারি গাজা যুদ্ধে আরো ৩৩ জনের মৃত্যু : নিহতের সংখ্যা ৩৪ হাজার ৫৬৮

সকল