২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গোপসাগরে ট্রলারডুবি এক জেলে নিখোঁজ

-

বৈরী আবহাওয়ার কারণে প্রচণ্ড বাতাসে দক্ষিণ বঙ্গোপসাগরে আবু তালেব মোল্লার মাছ ধরার ট্রলারডুবির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ৮টায় গলাচিপা থেকে ২০০ কিলোমিটার দূরে সাত জেলেসহ এটি ডুবে যাওয়ার পাঁচ ঘণ্টা পর একজন ছাড়া অন্যদের উদ্ধারের কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় নিখোঁজ বাপ্পারাজ মোল্লা (২৬) বড়বাইশদিয়া ইউনিয়নের ১২ নম্বর ডিগ্রী এলাকার মৃত ছত্তার মোল্লার ছেলে।
ট্রলার মাঝি আবু তালেব মোল্লা জানান, বুধবার সকালে বড়বাইশদিয়া ইউনিয়নের টুংগিবাড়ীয়া ঘাট থেকে সাতজন জেলে নিয়ে দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। শুক্রবার রাতে মাছ ধরে ফিরে আসার সময় ৭/৮ বয়ার কাছে এলে ট্রলারটি হঠাৎ ঘূর্ণিঝড়ের কবলে পড়ে। এ সময় তুফানে তোড়ে সাত জেলেসহ ট্রলার নদীতে ডুবে যায়। পরে বাপ্পারাজ মোল্লার কোনো খোঁজ পাওয়া যায়নি।
রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমান বলেন, নিখোঁজ জেলে বাপ্পারাজকে উদ্ধারের চেষ্টা চলছে। সাগর উত্তাল থাকায় সব ধরনের নৌযান চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। গভীর সমুদ্রে মাছ শিকারে যাওয়া ট্রলারগুলোকে নিজ নিজ ঘাটে অবস্থান করতে নির্দেশ দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement