২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

দাদুকে আল্লাহ বেহেশত দিবেন তাই নাফিসের রোজা

-

রোজা রাখলে দাদুকে মহান আল্লাহু বেহেশত দিবেন। তাই রোজা রেখেছে যশোরের চৌগাছা পৌর শহরের ছোট শিশু দেওয়ান শাহরিয়ার নাফিস (৮)। রমজানের প্রথম থেকে সব রোজাই রেখেছে সে। তারাবিহও পড়েছে প্রতিদিন। বয়সে ছোট হলেও সে অনেক বড় মনের পরিচয় তুলে ধরেছে। দাদীর মুখে হাদিসের গল্প শুনে মহান আল্লাহর নিকট দাদুর জন্য বেহেশত চেয়ে রোজা রেখেছে সে।
নাফিস পৌর শহরের ইছাপুর গ্রামের দেওয়ান শফিকুল ইসলাম ও দেওয়ান নাজমা আক্তার সেতুর ছেলে। চৌগাছা আদর্শ এডাস স্কুলের ২য় শ্রেণীর ছাত্র। তার পিতা দেওয়ান শফিকুল ইসলাম বলেন, আমার পিতা প্রয়াত হাজী মাওলানা সাইদুল ইসলাম আমার ছেলেকে খুব ভালবাসতেন। নাফিস দাদুর খুব প্রিয় ছিল। সেও দাদুকে খুব ভালবাসত। রোজার আগের দিন আমার মা রোজার ফজিলত নামে একটি বই পড়ছিলেন। এ সময় নাফিস সে পড়া মনোযোগ দিয়ে শুনছিল। রোজার প্রতিদান সম্পর্কে সে দাদীর নিকট জানতে চাইলে মা তাকে বলেন, রোজার প্রতিদান মহান আল্লাহ নিজ হাতে দিবেন। তখন সে দাদীর নিকট প্রশ্ন করে আমি রোজা রাখলে আল্লাহ দাদুকে কি বেহেস্ত দিবেন? তার এ প্রশ্নের জবাবে মা বলেন, ‘হ্যাঁ দিবেন।’ তখন থেকেই সে বলতে থাকে আমি দাদুর জন্য রোজা রাখব।

 


আরো সংবাদ



premium cement