২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জুড়ীর জাঙ্গিরাই-নয়াগ্রাম সড়ক ভেঙেচুরে একাকার

-

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই-নয়াগ্রাম মাদরাসার গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে কোমলমতি শিক্ষার্থীরাসহ শত শত মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। রাস্তাটি পাকাকরণের পর থেকে একবার সংস্কার করার পর থেকেই রাস্তার বিভিন্ন অংশের ইট, পাথর, বিটুমিন ও খোয়া উঠে রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে সড়কের মধ্যে সৃষ্ট ছোট-বড় গর্তে পানি জমে থাকে। বিশেষ করে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গিরাই-নয়াগ্রাম মাদরাসা রাস্তার মরহুম হাজী আবুল হাসিম কারী বাড়ি সংলগ্ন এবং তজু মিয়ার বাড়ির সামনের সড়কের অবস্থা সবচেয়ে নাজুক। অবিশ্বাস্য হলেও সত্য সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ওই রাস্তায় সিএনজি, অটোবাইক, অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় যানবাহন জীবনের ঝুঁিক নিয়ে চলাচল করছে। রাস্তাটি খারাপ হয়ে যাওয়ায় ঘন ঘন গাড়ি বিকল হয়ে পথিমধ্যে জনসাধারণসহ অত্রাঞ্চলের কোমলমতি শিক্ষার্থীদের সীমাহীন দুর্ভোগে পড়তে হয়।
জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন, ওই রাস্তাটি শিগগিরই সংস্কার করলে জনগণের ভোগান্তির অবসান ঘটবে।
উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন জানান, রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।


আরো সংবাদ



premium cement