২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

প্রধানমন্ত্রীর দেয়া ঘরে হাটহাজারী ত্রিপুরাপল্লীর ৬ পরিবার

হাটহাজারীতে ত্রিপুরা পল্লীর বাসিন্দাদের প্রধানমন্ত্রীর উপহার দেয়া ঘর : নয়া দিগন্ত -

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় প্রধানমন্ত্রীর ঘর উপহার পেয়েছেন ত্রিপুরাপল্লীর ছয় পরিবার। পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘদিন বসবাস করা এসব পরিবারকে বুধবার হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন প্রধানমন্ত্রীর উপহারের ঘর বুঝিয়ে দেন। ত্রিপুরাপল্লীর সচীন ত্রিপুরা, সত্যলক্ষী ত্রিপুরা, সম্ভরাম ত্রিপুরা, অনীল ত্রিপুরা, শাওন্তী ত্রিপুরা ও বিষুরাম ত্রিপুরা এসব ঘর পান।
জানা গেছে, উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের এ পল্লীতে প্রধানমন্ত্রীর ছয়টি ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের ছয়টি ঘর নির্মাণকাজ চলছে। এর মধ্যে প্রধানমন্ত্রীর ছয়টি ঘরের নির্মাণকাজ শেষ হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন জানান, পাহাড়ের পাদদেশে জীবনের ঝুঁকি নিয়ে দীর্ঘ দিন বসবাস করা পরিবারগুলোর তালিকা তৈরি করে যারা বেশি ঝুঁকিতে রয়েছে তাদের মধ্য থেকে ছয় পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার ছয়টি ঘর বুঝিয়ে দেয়া হয়েছে।


আরো সংবাদ



premium cement