২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আত্রাই নদীতে ডুবন্ত সেচপাম্পের পাইপে আটকে শিশুর মৃত্যু

-

নওগাঁর আত্রাই উপজেলায় আত্রাই নদীতে মাছ ধরতে গিয়ে আবির (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। আবির উপজেলার লালুয়া গ্রামের চাদু প্রামাণিকের ছেলে। স্থানীয়রা জানান, দুপুরে আবির মাছ ধরার জন্য বাড়ির পাশে আত্রাই নদীতে নামে। নদীতে ডুব দিয়ে মাছ ধরছিল সে। ডুব দিয়ে মাছ ধরার এক পর্যায়ে একবার ডুব দিয়ে দীর্ঘ সময় পার হলেও আবির ডুব থেকে না ওঠায় উপস্থিতরা তাকে খুঁজতে তাৎক্ষণিক নদীতে নামে। তারা পানির নিচে ডুবে থাকা সেচপাম্পের পাইপে আবিরের পা আটকানো অবস্থায় পায়। দ্রুত তাকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ওসি মোসলেম উদ্দিন বলেন, নদীর পানিতে এভাবে সেচপাইপ না রাখলে হয়তো আবিরকে মরতে হতো না। এলাকার মানুষকে আরো সচেতন হতে হবে। বিল-নদীগুলোকে মানুষের জন্য ঝুঁকিমুক্ত রাখতে হবে।

 


আরো সংবাদ



premium cement

সকল