২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সরকারি সহায়তার ফরম উচ্চমূল্যে বিক্রি

-

ঝালকাঠিতে গুজব ছড়িয়ে সরকারি সহায়তার আবেদন ফরম উচ্চমূল্যে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরে শহরের বিভিন্ন স্থানে একটি চক্র গরিব ও অসহায় মানুষের মধ্যে এসব ফরম দিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে।
শহর ঘুরে দেখা যায়, জেলা প্রশাসনের পক্ষ থেকে দুপুরের পর নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, খাবার ও ওষুধের দোকান ছাড়া সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেয়ার পরপরই একটি চক্র সরকারি সহায়তার পাওয়ার গুজব ছড়িয়ে ফরম নিয়ে রাস্তায় নামে। পৌরসভার সামনে, লঞ্চঘাট, চৌমাথা, ফায়ার সার্ভিস মোড়সহ বিভিন্ন স্থানে কয়েকজন যুবক কম্পিউটারে টাইপ করা একেকটি আবেদন ফরম ২০ থেকে ৩০ টাকায় বিক্রি করছেন। এসব ফরম নিতে নি¤œ আয়ের শত শত মানুষ তাদের কাছে ভিড় করে। ফরমে জেলা প্রশাসক বরাবরে সহায়তা চেয়ে আবেদন লেখা রয়েছে। শুধু নাম ঠিকানা পূরণ করে পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে বলে ফরম বিক্রেতারা।
শহরের নতুন কলাবাগান এলাকার এক অটোরিকশাচালক বলেন, লঞ্চঘাট এলাকা থেকে ২৫ টাকায় একটি ফরম কিনেছি। ফরমটি পূরণ করতে আরেকজন ১০টা নিয়েছে। এখন পৌরসভা অথবা ডিসি অফিসে ফরমটি জমা দেবো। কী কারণে ফরম কিনেছেন, জানতে চাইলে তিনি বলেন, আমরা গরিব মানুষ অটোরিকশা চালাই। সকাল থেকে আমাদের যানবাহন বন্ধ করে দেয়া হয়েছে। এখন সাহায্য ছাড়া কিভাবে সংসার চলবে।
শহরের পৌরসভা খেয়াঘাট এলাকার এক নারী বলেন, সাহায্যের জন্য ডিসি অফিসে আবেদন করার ফর পৌরসভার সামনে একজন দোকানদারের কাছ থেকে ২০ টাকায় ফরম কিনেছি। তিনি আমাকে ফরমটি পূরণ করে দেয়ার জন্য আরো ১০ টাকা নিয়েছেন।
তবে ঝালকাঠি পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার এ ব্যাপারে কিছুই জাননেন না বলে জানিয়েছেন।
ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলী বলেন, ডিসি অফিস থেকে এ ধরনের কোনো সহায়তার ঘোষণা দেয়া হয়নি। কোনো ফরম বিক্রির জন্যও কাউকে বলা হয়নি।


আরো সংবাদ



premium cement
সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ট্রাম্পের বিচার নিয়ে বিভক্ত যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন স্থগিত, ক্লাসে ফেরার সিদ্ধান্ত আমদানি ব্যয় কমাতে দক্ষিণাঞ্চলের সূর্যমুখী তেলের আবাদ পাকুন্দিয়ায় গানের আসরে মারামারি, কলেজছাত্র নিহত আবারো হার পাকিস্তানের, শেষ সিরিজ জয়ের স্বপ্ন পাটকেলঘাটায় অগ্নিকাণ্ডে ৩ দোকান পুড়ে ছাই ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুরু

সকল