০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের পাল্টাপাল্টি কমিটি গঠন

-

বগুড়ায় বঙ্গবন্ধু পরিষদের দুই গ্রুপের পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিব্রত সাবেক সভাপতি অ্য্যাডভোকেট রেজাউল করিম মন্টু।
গত ৩ অক্টোবর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা: মোস্তফা আলম নান্নুকে সভাপতি এবং ডা: এস এম মিল্লাতকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। অন্য দিকে শনিবার বগুড়া সরকারি আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস উল আলম জয়কে আহ্বায়ক এবং ব্যাংকার এ কে এম আব্দুল হান্নানকে সদস্যসচিব করে ৪১ সদস্য কমিটি ঘোষণা করা হয়। দু’টি কমিটি ঘোষণনা হওয়ায় মুক্তিযোদ্ধার পক্ষে অনেক সিনিয়র লোকজন বিব্রত আবস্থায় পড়েছেন।
এ ব্যাপারে ডা: মোস্তাফা আলম নান্নু জানান, সবার মতামত নিয়ে আলোচনা সাপেক্ষে কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেয়া হয়েছে। কেন্দ্র আমাদের কাজ করার মৌখিক অনুমতি দিয়েছে। আমাদের কমিটি ঘোষণার আগে একটি সভায় নতুন কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ খান ছিলেন। তিনি সামছুল আলম জয়কে সাধারণ সম্পাদক হিসেবে প্রস্তাব করেন। প্রস্তাবটি গ্রহণযোগ্য ছিল। কিন্তু তিনি যেহেতু সিলেটের একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন তাই সময় দিতে পারবেন না বিধায় সবার মতামতের ভিত্তিতে অন্য একজনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
পাল্টা কমিটির আহ্বায়ক আযিযুল হক কলেজের সাবেক অধ্যক্ষ সামস উল আলম জয়ের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে, তাদের ঘোষিত কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগের কমিটি গোপনে ঘোষণা করা হয়েছিল। কমিটি গঠনের সময় মুক্তিযুদ্ধের স্বপক্ষের সবাইকে ডাকা হয়নি।

 


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল