০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


তাহিরপুরে মিয়ারচর নদীতে সেতু না থাকায় দুর্ভোগে ৭ ইউনিয়নবাসী

-

সুনামগঞ্জের অবহেলিত তাহিরপুর উপজেলার সাতটি বিচ্ছিন্ন ইউনিয়নের ব্যবসায় বাণিজ্যের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাদাঘাট বাজার। বাদাঘাট ইউনিয়নবাসীর বাজার ও জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র সড়ক হলো বাদাঘাট-সুনামগঞ্জ সড়ক। এ সড়ক দিয়েই সারাবছর জেলা সদর, পাশের বিশ্বাম্ভরপুর উপজেলা ও তাহিরপুর উপজেলায় চলাচল করে থাকে হাজার হাজার মানুষ। এ সড়কের মাঝে মিয়ারচর নদীর ওপর একটি সেতু না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ও দীর্ঘ সময় লাগিয়ে নদী পারাপার হয়ে প্রতিদিন স্কুল-কলেজ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল ও হাটবাজারে যেতে হয় এলাকাবাসীকে। এখানে একটি সেতু থাকলে তাহিরপুর ও বিশ্বাম্ভরপুর উপজেলা হয়ে জেলা সদরে যাতায়াত সহজ হতো এবং দুটি উপজেলার মধ্যে সংযোগ সৃষ্টি হতো।
এই সড়কটি ছাড়া অচল বাদাঘাট ইউনিয়ন ও পাশের বিশ্বাম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ৫০ গ্রামের মানুষ। বাদাঘাট ইউনিয়নে রয়েছে একটি পরিবার কল্যাণ কেন্দ্র, সাত-আটটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি ডিগ্রি কলেজ। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া ছাড়াও এলাকার বেশির ভাগ কৃষক তাদের উৎপাদিত ফসল বিক্রির জন্য জেলা সদর, বিশ্বাম্ভরপুর বাজার, তাহিরপুর সদর ও বাদাঘাট বাজারে যাওয়া আসা করেন। কিন্তু নদীতে সেতু না থাকায় তাদের দুর্ভোগের শেষ নেই। আসা-যাওয়া করতে গেলে খরচের পরিমাণ বেড়ে যাওয়ার ব্যবসায়ী ও কৃষকেরা লাভবান হওয়া তো দূরের কথা উল্টো লোকসানের ঘানি টানেন। জেলা সদর, পাশের উপজেলা ও বাদাঘাট বাজারের সাথে এখানকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য মিয়ারচর নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেয়ায় এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার, ব্যবসায়ী রাশিদ ভূঁইয়া, শিক্ষক সিদ্দিকুর রহমান, এলাকাবাসী, ছাত্রছাত্রী ও কৃষকেরা জানান, মিয়ারচর নদীর ওপর একটি সেতু নির্মাণ হলে এলাকার জনসাধারণের ব্যবসায় বাণিজ্য ও চলাচলের পথ সুগম হবে এবং ভোগান্তি দূর হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল জানান, মিয়ারচড় নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হলে জেলা সদর ও বিশ্বাম্ভরপুর উপজেলার সাথে যোগাযোগ দ্রুততর হবে এবং ব্যবসায়ীরা লাভবান হবেন।
সুনামগঞ্জ এলজিইডির প্রকৌশলী ইকবাল হোসেন বলেন, প্রস্তাবনা পাঠানো হয়েছে। এখনো নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল