০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


নিউজিল্যান্ডে সমুদ্র থেকে সাড়ে ৩ টন কোকেন উদ্ধার

নিউজিল্যান্ডে সমুদ্র থেকে সাড়ে ৩ টন কোকেন উদ্ধার। - ছবি : সংগৃহীত

প্রশান্ত মহাসাগরে ভাসমান অবস্থায় তিন শ’ মিলিয়ন ডলারের বেশি মূল্যের কোকেন উদ্ধার করেছে নিউজিল্যান্ড। যার ওজন প্রায় সাড়ে তিন টন। পুলিশ জানিয়েছে, এ যাবৎকালের মধ্যে এটা মাদকের সবচেয়ে বড় চালান আটক, যা আগামী ৩০ বছর নিউজিল্যান্ডের চাহিদা পূরণের জন্য যথেষ্ট।

প্রশান্ত মহাসাগরের এক ভাসমান ট্রানজিট পয়েন্টে কোকেনের এ চালানটি ফেলে দেয়া হয়। চালানটি তুলে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে নিউজিল্যান্ডের কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার অ্যান্ড্রু কস্টার বলেন, এটিই হচ্ছে সবচেয়ে বড় অবৈধ মাদকের সন্ধান।

বিপুল পরিমাণ কোকেন উদ্ধার সম্ভব হয়েছে ‘ফাইভ আইজ’ জোটের মধ্যে গোয়েন্দা তথ্য আদান-প্রদানের কারণে। এই নেটওয়ার্কে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ক্যানাডা, ব্রিটেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

কস্টার বলেন, এগুলো উদ্ধারের ফলে কোনো সন্দেহ নেই যে দক্ষিণ অ্যামেরিকার কোকেন উৎপাদক থেকে শুরু করে এর পরিবেশকরাও বড় আর্থিক ধাক্কার সম্মুখীন।

তবে সাবধান করে দিয়ে তিনি বলেন, ‘এই উদ্ধারের মধ্য দিয়ে ধারণা হয়েছে মাদক পাচারকারীরা আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়িয়ে কিভাবে পাচার করতে পারে। তাই কোকেন সিন্ডিকেটের কার্যক্রমকে ব্যাহত করার পরেও আমরা সজাগ রয়েছি।’

সূত্র : ডয়চে ভেলে


আরো সংবাদ



premium cement