২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ায় অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষতিপূরণের দাবি

- ছবি : সংগৃহীত

করোনার টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে জানিয়ে অস্ট্রেলিয়ার সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

টিকা নেয়ার পর যাদের পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে তারা সরকারের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে। এদের সংখ্যাও অনেক।

সংবাদমাধ্যমে জানানো হয়েছে, দেশটির ১০ হাজার মানুষ ক্ষতিপূরণ চেয়েছেন সরকারের কাছে।

তাদের দাবি, করোনার টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়ার জন্য তাদের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এর ফলে তাদের অনেক ক্ষতি হয়েছে। ফলে সরকারি প্রকল্প মোতাবেক ক্ষতিপূরণ দিতে হবে।

সরকারি হিসেব অনুসারে এই ১০ হাজার ব্যক্তিকে ক্ষতিপূরণ দিতে খরচ হবে ৩৭ মিলিয়ন ডলার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অস্ট্রেলিয়ায় ৩৬.৮ মিলিয়ন ভ্যাকসিন দেয়া হয়েছে। তার মধ্যে ৭৯ হাজার মানুষ পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অভিযোগ জানিয়েছে অস্ট্রেলিয়ার থেরাপিউটিক গুডস অ্যাডমিনিস্ট্রেশনে (টিজিএ)।

যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে
বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা টিকা নিয়েছেন তাদের মাথাব্যাথা, জ্বর, ঠান্ডাসহ নানা সমস্যায় ভুগছেন।

ফাইজার টিকাগ্রাহকদের মধ্যে ২৮৮ জন টিটিএ-এর কাছে হৃদরোগ সংক্রান্ত সমস্যার অভিযোগ জানিয়েছেন।

উল্লেখ্য, টিকা নেওয়ার পরে কেউ সমস্যার মুখোমুখি হলে সেপ্টেম্বর মাস থেকে তারা দেশটির সরকারি ওয়েবসাইটে ক্ষতিপূরণের জন্য রেজিস্ট্র্রেশন করতে পারছেন।

যাদের টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে এবং যারা একরাত সংশ্লিষ্ট সমস্যার জন্য হাসপাতালে থাকতে বাধ্য হয়েছেন তারাও ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারবেন।

সেপ্টেম্বর মাস থেকেই সরকারি ওয়েবসাইটে আবেদন নেয়া হচ্ছে। যদিও টিকার জন্যই যে ওই ব্যক্তির ক্ষতি হয়েছে তা কোন পদ্ধতীতে বের করা হবে সেই গাইডলাইন এখনো জারি করেনি।

উল্লেখ্য, এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ায় করোনা টিকা পেয়েছেন ৩৭ কোটি আট লাখ ৪৬ হাজার ১২৮ জন। সংশ্লিষ্ট দেশের স্বাস্থ্যমন্ত্রণালয়ের তথ্য অনুসারে এদের মধ্যে ৯০.৭ শতাংশ নাগরিকই ১৬ বছরের বেশি। প্রত্যেকেই টিকার কমপক্ষে একটি ডোজ নিয়েছেন। যাদের বয়স ১৬ বছরের বেশি তাদের মধ্যে ৮৩.৫ শতাংশ মানুষ টিকার দু’টি ডোজই নিয়েছে।

গত ১২ জানুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় করোনার টিকা দেয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত সংশ্লিষ্ট দেশে করোনায় আক্রান্ত হয়েছেন এক লাখ ৯০ হাজার ৬০৪ জন এবং মৃত্যু হয়েছে এক হাজার ৮৮৮ জনের।

সূত্র : এইসময়


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে পেঁয়াজ রফতানির অনুমতি দিলো ভারত নোয়াখালীতে ভূমিদস্যুর বিরুদ্ধে ঝাড়-মিছিল ব্রিটিশ তেলবাহী ট্যাংকারে হাউছিদের সরাসরি হামলা গাজা নিয়ে আলোচনার জন্য সৌদি আরব যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মিরসরাই প্রেস ক্লাবের নতুন সভাপতি মিঠু, সম্পাদক মাঈন আইসিসির সিদ্ধান্ত ইসরাইলকে প্রভাবিত করবে না : নেতানিয়াহু শনিবার বন্ধই থাকছে প্রাথমিক বিদ্যালয় মে মাসে দেশে সর্বকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে ডাসারে শিশু খেলতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের শরবত বিতরণ কর্মসূচি ঢাকা মহানগরী দক্ষিণের শতাধিক স্পটে জামায়াতের খাবার পানি ও স্যালাইন বিতরণ

সকল