২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ইথিওপিয়ার আসেফা বার্লিনে নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড ভাঙলেন

ইথিওপিয়ার আসেফা বার্লিনে নারী ম্যারাথনে বিশ্ব রেকর্ড ভাঙলেন - সংগৃহীত

ইথিওপিয়ার আসেফা রোববার বার্লিনে নারীদের ম্যারাথন দৌড়ের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন। তিনি আগের রেকর্ডের চেয়ে ২ মিনিট কম সময় নিয়ে ২ ঘণ্টা ১১ মিনিট ৫৩ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েন।

আসেফা গত বছর তার ব্যক্তিগত সেরা সময়ের রেকর্ড ভঙ্গ করেন। তিনি আজকের দৌড়ে শুরু থেকেই দুর্দান্ত গতিতে এগিয়ে যান এবং সব প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে ২০১৯ সালে কেনিয়ার ব্রিজিদ কসগেই’র ২ ঘণ্টা ১৪ মিনিট ৪ সেকেন্ডের রেকর্ড ভেঙে জয়লাভ করেন।

সবচেয়ে অসাধারণ বিষয় ছিল, দৌড়ের অর্ধেক অংশ পার হওয়ার পর তিনি আরো দ্রুত গতিতে এগিয়ে যান।

সাবেক ৮০০ মিটার দৌড়বিদ, ২৬ বছর বয়সী আসেফা বলেন, ‘আমি জানতাম যে- আমি বিশ্বরেকর্ড ভাঙার চেষ্টা চালাব, কিন্তু কখনো ভাবিনি যে এবারই সফল হতে পারবো। এটা ছিল কঠোর পরিশ্রমের ফল’।

নতুন এই রেকর্ডে ধরে নেওয়া যায় আগামী বছর অনুষ্ঠিতব্য প্যারিস অলিম্পিকে ইথিওপিয়ার দলে নাম লেখাতে যাচ্ছেন তিনি।

গত বছরের এপ্রিল থেকে ম্যারাথন দৌড়ে অংশ নিতে শুরু করেন আসেফা। শুরু থেকেই বিদ্যুতের মতো দ্রুত গতিবেগের মাধ্যমে নিজের লক্ষ্য সম্পর্কে স্পষ্ট বার্তা দেন তিনি।

এই প্রতিযোগিতায় কেনিয়ার শেইলা চেপকিরুই প্রায় ৬ মিনিট পেছনে থেকে দ্বিতীয় স্থান অধিকার করেন। তানজানিয়ার ম্যাগডালেনা শাউরি তৃতীয় হন।
সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement