২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


আবারো স্কুলে যেতে পারছে না আফগান মেয়েরা

- ছবি - ইন্টারনেট

নতুন শিক্ষাবর্ষের জন্যে আফগানিস্তানের স্কুলগুলো বুধবার খুলেছে।

দেশটির শিক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

কিন্তু বিগত দুই বছরের মতো এবারো দেশটির মেয়েরা স্কুলে যেতে পারছে না।

তালেবান কর্তৃপক্ষ ২০২২ সালের মার্চ মাস থেকে মাধ্যমিক পর্যায়ের স্কুলে মেয়েদের শিক্ষার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে।

তালেবান ২০২১ সালের মাঝামাঝিতে পশ্চিমা সমর্থিত সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে।
আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার নতুন শিক্ষাবর্ষ ঘোষণা করে।

কাবুলে এক ঘোষণায় বলা হয়েছে, একটি অনুষ্ঠানে স্কুলের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে সব প্রদেশে নতুন শিক্ষা বর্ষ শুরু হবে।

মিডিয়া আউটলেটগুলোতে জারি করা আমন্ত্রণে নারী সাংবাদিকদের অনুষ্ঠান কাভার করতে স্পষ্টত নিষেধ করা হয়েছে।

উল্লেখ্য, আফগানিস্তানের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি তাদের নতুন শিক্ষাবর্ষ শুরু করেছে। কিন্তু ২০২২ সালের ডিসেম্বর থেকে নারীদের বিশ্ববিদ্যালয় শিক্ষা বন্ধ রয়েছে।


আরো সংবাদ



premium cement