২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


চীনা নৌযান অনুপ্রবেশের দ্বিতীয় চেষ্টাও রুখে দিয়েছে তাইওয়ান

চীনা নৌযান অনুপ্রবেশের দ্বিতীয় চেষ্টাও রুখে দিয়েছে তাইওয়ান - ফাইল ছবি

তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী (সিজিএ) আবারো চীনা উপকূলীয় টহল নৌযান রুখে দেয়ার দাবি করেছে। তারা জানিয়েছে, কিনমেন আইল্যান্ডের কাছে নিষিদ্ধ পানিসীমায় ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় তারা চীনা নৌযান প্রতিরোধ করে।

সিজিএ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল ৮.৫৪-এ চীনা নৌযানগুলোকে শনাক্ত করে তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী। চীনা নৌযানগুলো কিনমেনের নিষিদ্ধ এলাকা ত্যাগ না করা পর্যন্ত তাইওয়ানের উপকূলীয় রক্ষী বাহিনী তাদের হুঁশিয়ারি দিতে থাকে।

এর আগে শুক্রবারও একই ধরনের ঘটনা ঘটিয়েছিল চীনা নৌকাগুলো।

আল জাজিরার খবরে বরা হয়, কিনমেন আইল্যান্ডের কাছে একটি মাছধরা নৌকা উল্টে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারের জন্য তাইওয়ান ও চীন যৌথ অভিযান শুরু করেছে।

নৌকাটিতে মোট ছয়জন ছিল। এটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দংদি আইসলের কাছে ডুবে গিয়েছিল।

আল জাজিরার খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে।

কিনমেন দ্বীপটি চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের মাত্র ৫ কিলোমিটারের মধ্যে হওয়ায় এলাকাটি খুবই স্পর্শকাতর।আল জাজিরার খবরে বরা হয়, কিনমেন আইল্যান্ডের কাছে একটি মাছধরা নৌকা উল্টে নিখোঁজ হওয়া দুই জেলেকে উদ্ধারের জন্য তাইওয়ান ও চীন যৌথ অভিযান শুরু করেছে।

নৌকাটিতে মোট ছয়জন ছিল। এটি বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দংদি আইসলের কাছে ডুবে গিয়েছিল।

আল জাজিরার খবর অনুযায়ী, ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আর বাকি দুজনকে উদ্ধার করা হয়েছে।

কিনমেন দ্বীপটি চীনের পূর্বাঞ্চলীয় উপকূলের মাত্র ৫ কিলোমিটারের মধ্যে হওয়ায় এলাকাটি খুবই স্পর্শকাতর।

সূত্র : এএনআই


আরো সংবাদ



premium cement