৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


মমতার মন্ত্রিসভায় ১৭ নতুন মুখ

মমতার মন্ত্রিসভায় ১৭ নতুন মুখ - ছবি - সংগৃহীত

তৃতীয়বারের মতো মুখ্যমন্ত্রী হওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার শপথগ্রহণ হচ্ছে সোমবার। মমতা রাজভবনে মন্ত্রীদের যে তালিকা পাঠিয়েছেন সেখানে ১৭ জন নতুনকে দেখা গেছে। ইন্ডিয়া টুডে জানিয়েছে, করোনা পরিস্থিতির কারণে শপথগ্রহণ অনুষ্ঠানে কোনো চাকচিক্য থাকবে না। দুপুরের আগেই শেষ হবে সব আনুষ্ঠানিকতা।

গত বুধবার মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার শপথ নেন মমতা। এ বার ৪৩ জন মন্ত্রীর তালিকা রাজভবনে জমা দিলেন তিনি। এর মধ্যে পূর্ণমন্ত্রী ২৪ জন। বাকি ১৯ জন প্রতিমন্ত্রীর মধ্যে ১০ জন পাচ্ছেন স্বাধীন দপ্তর।

নির্বাচনে প্রার্থী না হলেও মন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন সাবেক অর্থমন্ত্রী অমিত মিত্র। অন্য দিকে কামারহাটি বিধানসভা আসনে জয় পেলেও তালিকায় নাম নেই রাজ্যের প্রাক্তন পরিবহনমন্ত্রী মদন মিত্রর। বাদ পড়েছেন গত মন্ত্রিসভার দুই সদস্য তাপস রায় ও নির্মল মাঝি।

এবারের মন্ত্রিসভায় নতুন মুখ হচ্ছেন বঙ্কিম হাজরা, রথীন ঘোষ, পুলক রায়, বিপ্লব মিত্র, হুমায়ুন কবীর, অখিল গিরি, রত্না দে নাগ, বুলুচিকি বরাইক, দিলীপ মণ্ডল, আক্রুজ্জমান, শিউলি সাহা, শ্রীকান্ত মাহাত, বীরবাহা হাঁসদা, জ্যোৎস্না মান্ডি, পরেশ অধিকারী, মনোজ তিওয়ারি।

বিধানসভা নির্বাচনে চলচ্চিত্র জগতের অনেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছেন। কিন্তু রবিবার মন্ত্রীদের যে তালিকা রাজভবনে মমতা জমা দিয়েছেন তাতে রুপালি জগতের কারও নাম নেই। তবে মন্ত্রিত্ব পাচ্ছেন প্রাক্তন ক্রিকেটার তথা হাওড়ার শিবপুরের বিধায়ক মনোজ তিওয়ারি।

রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ একটি নাম রয়েছে মন্ত্রীদের তালিকায়। জায়গা পেয়েছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। ৪ বারের বিধায়ক অখিল এই প্রথমবার মন্ত্রিত্ব পাচ্ছেন।


আরো সংবাদ



premium cement