০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


গাজনি প্রদেশের সেনা ঘাঁটিতে তালেবানের হামলা

-

আফগানিস্তান থেকে দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র ও ন্যাটো সেনাদের আনুষ্ঠানিক প্রত্যাহার শুরু হওয়ার একদিন পরেই তালেবান সদস্যরা দক্ষিণ পূর্বাঞ্চলীয় গাজনির একটি সরকারি সেনা ছাউনিতে (ব্যারাক) হামলা করেছে। এ হামলায় তালেবানরা বহু সেনা অফিসার ও সাধারণ আফগান সেনাকে আটক করেছে। তাদের হামলায় কিছু আফগান সেনার মৃত্যুও হয়েছে।

স্থানীয় গণ-মাধ্যমগুলো জানায়, দু’পক্ষের লড়াই কয়েক ঘণ্টা ধরে চলে ও লড়াইয়ে অন্তত ১৭ আফগান সেনার মৃত্যু হয়েছে। আফগান সামরিক বাহিনী প্রধান ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মোহাম্মদ ইয়াসিন জিয়া, গাজনি প্রদেশের ওই সেনা ঘাঁটির পতনের কথা স্বীকার করেছেন। তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

সমালোচকদের আশঙ্কা যে আফগান সরকার ও তালেবানদের মধ্যে বিদেশী সেনাদের পুরোপুরি প্রত্যাহারের আগে থেমে থাকা শান্তি আলোচনা আবার শুরু করা উচিৎ।

আফগানিস্তানে এ দু’পক্ষের ক্ষমতা ভাগাভাগির চুক্তি সম্পাদিত না হলে দেশটিতে সহিংসতা আরো বৃদ্ধি পাবে।

সূত্র : ভয়েস অব আমেরিকা


আরো সংবাদ



premium cement