২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কাবুলে পৃথক ৩ বিস্ফোরণে নিহত ৫

কাবুলে বিস্ফোরণে বিধ্বস্ত গাড়ি - ছবি : আলজাজিরা/রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহিংসতার বিস্তারের মধ্যেই নতুন করে দেশটির রাজধানী কাবুলে পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের পৃথক পৃথক এই বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারজ বলেছেন, ১৫ মিনিটের ব্যবধানে প্রথম দুই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘণ্টা পরে তৃতীয় হামলার লক্ষ্য ছিল পুলিশের একটি বাহন।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীতে বেশিরভাগ হামলাই স্টিকি বোমার সাহায্যে করা হচ্ছে- চুম্বকের আকর্ষণের শক্তিতে যা বাহনের সাথে যুক্ত থাকে এবং রিমোট কন্ট্রোল বা টাইমারের সাহায্যে তার বিস্ফোরণ ঘটানো হয়।

উত্তর-পশ্চিম কাবুলের মহল্লায় সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় হামলায় দুই সৈন্য নিহত হয়। বিস্ফোরণে সাধারণ এক পথচারীও নিহত হয়েছেন।

পশ্চিম কাবুলে তৃতীয় বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ধ্বংস হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

এর আগে বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে প্রথম বিস্ফোরণে ওই গাড়ির ভেতরে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

কাবুল পুলিশ বলেছে, এসব ঘটনায় তারা তদন্ত করছেন।

আফগানিস্তানে দেশজুড়ে বোমা হামলা, টার্গেটকৃত হত্যাকাণ্ড এবং যুদ্ধের সহিংসতায় কাতারে চলতে থাকা তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।

আফগানিস্তানে কিছু হামলায় উগ্রবাদী আইএসের স্থানীয় শাখা দায় স্বীকার করলেও বেশিরভাগ হামলাতেই কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতার দাবি করা হয়নি। হামলার জন্য দেশটির সরকার আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানকে দায়ী করে আসছে। তবে সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
ইউক্রেনের ১৭টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া গ্রেফতারের আতঙ্কে নেতানিয়াহু, প্রতিরোধের চেষ্টায় যুক্তরাষ্ট্রও চলছে মেসি ঝলক, আবারো জোড়া গোল উল্লাপাড়ায় গাড়িচাপায় অটোভ্যানচালক নিহত থাইল্যান্ড সফর শেষে সোমবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী বিপরীত উচ্চারণের ঈদ পুনর্মিলনী ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যায় জড়িতরা অচিরেই গ্রেফতার করা হবে : র‌্যাব মুখোপাত্র ধর্মঘটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন বন্ধ, দুর্ভোগে মানুষ আমাদের মূল লক্ষ্য মানুষকে জাগিয়ে তোলা : গাজা ইস্যুতে আন্দোলনরত শিক্ষার্থীরা গণতন্ত্রকে চিরস্থায়ীভাবে বাকশালে পরিণত করতেই খালেদা জিয়াকে বন্দী রেখেছে সরকার : রিজভী বন্যার আশঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকার কৃষকরা

সকল