২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


কাবুলে পৃথক ৩ বিস্ফোরণে নিহত ৫

কাবুলে বিস্ফোরণে বিধ্বস্ত গাড়ি - ছবি : আলজাজিরা/রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে সহিংসতার বিস্তারের মধ্যেই নতুন করে দেশটির রাজধানী কাবুলে পৃথক তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবারের পৃথক পৃথক এই বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও দুইজন আহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদাউস ফারামারজ বলেছেন, ১৫ মিনিটের ব্যবধানে প্রথম দুই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই ঘণ্টা পরে তৃতীয় হামলার লক্ষ্য ছিল পুলিশের একটি বাহন।

বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। সাম্প্রতিক মাসগুলোতে রাজধানীতে বেশিরভাগ হামলাই স্টিকি বোমার সাহায্যে করা হচ্ছে- চুম্বকের আকর্ষণের শক্তিতে যা বাহনের সাথে যুক্ত থাকে এবং রিমোট কন্ট্রোল বা টাইমারের সাহায্যে তার বিস্ফোরণ ঘটানো হয়।

উত্তর-পশ্চিম কাবুলের মহল্লায় সামরিক বাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে দ্বিতীয় হামলায় দুই সৈন্য নিহত হয়। বিস্ফোরণে সাধারণ এক পথচারীও নিহত হয়েছেন।

পশ্চিম কাবুলে তৃতীয় বিস্ফোরণে পুলিশের একটি গাড়ি ধ্বংস হয়েছে। এই ঘটনায় নিহত হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।

এর আগে বেসামরিক একটি গাড়ি লক্ষ্য করে প্রথম বিস্ফোরণে ওই গাড়ির ভেতরে থাকা দুই আরোহী আহত হয়েছেন।

কাবুল পুলিশ বলেছে, এসব ঘটনায় তারা তদন্ত করছেন।

আফগানিস্তানে দেশজুড়ে বোমা হামলা, টার্গেটকৃত হত্যাকাণ্ড এবং যুদ্ধের সহিংসতায় কাতারে চলতে থাকা তালেবান ও আফগান সরকারের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে।

আফগানিস্তানে কিছু হামলায় উগ্রবাদী আইএসের স্থানীয় শাখা দায় স্বীকার করলেও বেশিরভাগ হামলাতেই কোনো গোষ্ঠীর সংশ্লিষ্টতার দাবি করা হয়নি। হামলার জন্য দেশটির সরকার আফগানিস্তানের সশস্ত্র সংগঠন তালেবানকে দায়ী করে আসছে। তবে সংগঠনটি এই অভিযোগ অস্বীকার করে আসছে।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement
বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী আশুলিয়ায় নারী পোশাকশ্রমিক নিহত, স্বামী গ্রেফতার জাতিসঙ্ঘের ত্রাণকর্মীদের বিরুদ্ধে ইসরাইলি অভিযোগ প্রত্যাখ্যান ৭ খুন মামলার রায় কার্যকরের দাবি পরিবার ও আইনজীবীদের জামালপুরে শ্রেণিকক্ষে ফ্যান খুলে পড়ে শিক্ষার্থী আহত নিজ নিজ ম্যাচে জয়ী হয়ে লা লিগায় শীর্ষ চারের আরো কাছাকাছি এ্যাথলেটিকো ও জিরোনা

সকল