২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

স্তব্ধতা

-

বিশ্ব এখন নীরব নিথর, ভয়ে কাপছে দেশ,
অচেনা এক শত্রু যেন ধরছে সবার রেশ!
দেশে দেশে মরছে মানুষ বাড়ছে হাহাকার,
অগনিত লাশের সারি জমছে স্তুপাকার।
কেউবা খুঁজে বাঁচার ঔষধ, কেউবা বাঁচার স্থান,
ক্ষুধার জ্বালায় পাগল হয়ে ওষ্ঠাগত প্রাণ!

করোনা আর প্রণোদনা চলছে দেশে দেশে,
ত্রাণের দানে প্রতারণা করছে নানান বেশে!
ধর্মদোষে কেউবা অন্ধ, কেউবা ক্ষমতার,
মানব জাতি বিপন্ন আজ- ভরসা স্রষ্টার।
কলুষিত মানব হৃদয়, নিষ্ঠুরতায় ভরা,
আদিমতার জংলী যুগে 'মনুষত্ব' মরা।

সভ্য ভূমির মালিক সেজে করছে বাহাদুরী,
কোথায় তাদের অহমিকা? ভাঙ্গলো টাকার ঝুরী।
দিনে দিনে বাড়বে দেনা, বাড়বে ঋণের ভার,
দেনার দায়ে ছিন্ন হবে- মানবের সংসার।
কোথায় গেলো বিশ্ব মোড়ল, গোপন হাতিয়ার,
মরণঘাতি প্রাদুর্ভাবের নেই যে প্রতিকার।

সবাই এখন বন্ধি ঘরে- করছে ইবাদত,
আশার বুকে বাসর গড়ে রাখছে আমানত।
জাতি, ধর্ম, বর্ণ ভেদের নেই যে ভিন্নরূপ,
সকল মরার একই কাঁপন, একই মৃত্যুকূপ।।


আরো সংবাদ



premium cement