২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ব্রাজিলে ভারী বর্ষণে ৭ জনের মৃত্যু

- ছবি : ইউএনবি

ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বৃষ্টিপাতে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে। ১৬ ঘণ্টারও বেশি সময় পর কাদায় চাপা পড়া ৪ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়।

রিও থেকে ৬৯ কিলোমিটার উত্তরে পেট্রোপোলিস শহরে কাদা থেকে মেয়েটিকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার রাতে অঞ্চলটিতে নতুন করে ভূমিধসের ঝুঁকির কারণে উদ্ধারকারী দলগুলোকে কাজ বন্ধ রাখতে হয়েছে।

উদ্ধারকারী দলের সদস্যরা বলেন, মেয়েটির বাবা ঘরের দেয়াল চাপায় মারা গেছেন। তিনি তার মেয়েকে আগলে রেখেছিলেন বলেই শিশুটি জীবিত রয়েছে। একই স্থানে মারা গেছেন আরো তিনজন।

মেয়েটির দাদা রবার্তো নেপোলিও সাংবাদিকদের বলেন, ‘আমার ছেলে একজন যোদ্ধা। সে সেখানে তার পুরো সময় ধরে মেয়েকে বাঁচিয়েছে। আপনি কল্পনাও করতে পারবেন না যে একটি সন্তান হারানোর কষ্ট কেমন। খুব কষ্ট হয়।’

রাজ্যের মেয়র এবং গভর্নর ক্লদিও কাস্ত্রো বৃহস্পতিবার থেকে সম্ভাব্য সতর্কতার বিষয়ে বাসিন্দাদের জানান।

কর্তৃপক্ষ জানায়, বিপন্ন এলাকা হওয়ায় দমকল কর্মীরা ভারী বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হিমশিম খাচ্ছেন। স্নিফিং কুকুরকেও উদ্ধার তৎপরতার অংশ করা হয়েছে। প্রায় ১০০ জনকে উদ্ধার করা হয়েছে।

পেট্রোপোলিসের নিকটবর্তী তেরেসোপোলিসের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের পর এখনো একজন নিখোঁজ রয়েছেন।

আবহাওয়াবিদরা বলছেন, রিও রাজ্যে ভারী বৃষ্টিপাত পাশের এসপিরিতো সান্তোর দিকে অগ্রসর হচ্ছে।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement