০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
`


দ. আফ্রিকায় ট্রানজিট ভিসায় বাংলাদেশ ও পাকিস্তানিদের জন্য ছাড় প্রত্যাহার

দ. আফ্রিকায় ট্রানজিট ভিসায় বাংলাদেশ ও পাকিস্তানিদের জন্য ছাড় প্রত্যাহার - ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সাধারণ পাসপোর্টধারীদের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকায় ট্রানজিট ভিসায় যে ছাড় দেয়া হয়েছিল, তা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার স্বরাষ্ট্রমন্ত্রী অ্যারোন মোতসোয়ালেদি।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকার অনলাইন টাইমস লাইভ এ খবর দিয়েছে।

গত ১ আগস্ট থেকে এ দুটি দেশের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হয়েছে।

এ নিয়ম অনুসারে দক্ষিণ আফ্রিকা হয়ে অন্য দেশে যাতায়াতে ট্রানজিট ভিসার শর্ত পূরণ করতে হবে এ দুটি দেশের নাগরিকদের।

মন্ত্রী বলেছেন, এই দুটি দেশের যাত্রীরা সম্প্রতি ট্রানজিট লাউঞ্জে অপেক্ষায় থাকা অবস্থায় বিমানবন্দরের হাইড্রেন্ট প্যাসেজ দিয়ে বেরিয়ে বেআইনিভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের চেষ্টা করেছেন। এ বিষয়টি ধরা পড়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরো বলেন, ভ্রমণকারীরা বিমানবন্দরে ইমিগ্রেশন ও অন্য আইন প্রয়োগকারী কর্মকর্তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এর ফলে দক্ষিণ আফ্রিকার নিরাপত্তা ও সার্বভৌমত্বকে খর্ব করা হয়েছে।

অ্যারোন আরো বলেন, বিমানবন্দরে প্রবেশের ক্ষেত্রে নিয়মনীতি কঠোর করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেসব মানুষ দক্ষিণ আফ্রিকার সিস্টেমকে অবহেলা করবে তাদেরকে থামানোর জন্য কর্তৃপক্ষ সমাধানে জোর দিয়েছে।

দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক ডিপার্টমেন্ট এ বিষয়ে বাংলাদেশ ও পাকিস্তানকে অবহিত করেছে বলে জানিয়েছেন মন্ত্রী।


আরো সংবাদ



premium cement
থাইল্যান্ড সফর নিয়ে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযান, প্রশংসা ট্রাম্পের আজ আধাবেলা বাস চলাচল বন্ধ থাকবে মিয়ানমার : যুদ্ধ আর জোরপূর্বক সেনাবাহিনীতে যোগদান এড়াতে শরণার্থীদের সীমান্ত পাড়ি যেভাবে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন শুরু হয়েছিল মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সন্ধ্যায় হাসপাতালে নেয়া হবে খালেদা জিয়াকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ, ব্যাপক গ্রেফতার নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা প্রতিষ্ঠার ৭৫তম বছর বর্ণাঢ্যভাবে উদযাপন করবে আওয়ামী লীগ নির্বাচনে লড়ছেন না প্রিয়ঙ্কা!

সকল