৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাক্রোঁর বক্তব্যের নিন্দায় আরব পার্লামেন্ট

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ - ছবি : সংগৃহীত

আলজেরিয়ার বিরুদ্ধে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর বক্তব্যের সমালোচনা করেছে আরব লিগের সংসদীয় পরিষদ আরব পার্লামেন্ট। বুধবার ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনায় তারা বলেছেন, এটা কাণ্ডজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য এক বিবৃতি।

ইমানুয়েল ম্যাক্রোঁ তার বক্তব্যে ফ্রান্সের ঘৃণ্য উপনিবেশিক ইতিহাস অস্বীকার করায় আরব পার্লামেন্ট এক বিবৃতিতে বলেছে, তারা ফ্রান্সের প্রেসিডেন্টের এ ধরণের বক্তব্যে বিস্মিত।

আলজেরিয়ার প্রাচীন ইতিহাস নিয়ে আক্রমণাত্মক বিবৃতি দেয়ায় ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছে আরব পার্লামেন্ট। কারণ, আলজেরিয়ার ইতিহাস ও আরব বিশ্বের ইতিহাস একই। বিশেষ করে আলজেরীয়রা যে তীব্র প্রতিরোধ, সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে তাদের স্বাধীনতা নিয়ে এসেছে তা আরবদের সমৃদ্ধ সংস্কৃতির অংশ।

আরব পার্লামেন্ট নিশ্চয়তা দিয়ে বলেছে, আত্মপরিচয় রক্ষার্থে আলজেরিয়ার নেতৃত্ব ও জনগণের যেকোনো প্রতিরোধমূলক পদক্ষেপকে সমর্থন করবে আরব পার্লামেন্ট। কারণ, আরজেরীয়দের ঐতিহাসিক ঐতিহ্য, অর্জনের ইতিহাস লেখা হয়েছে লাখো শহীদের রক্তে।

গত বৃহস্পতিবার ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ফরাসি উপনিবেশের আগে কি আলজেরিয়ান নামের কোনো জাতি ছিল কিনা। এছাড়া তিনি আলজেরিয়াকে দোষারোপ করেন যে তারা ফ্রান্সের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছে।

সূত্র : আনাদোলু এজেন্সি


আরো সংবাদ



premium cement