২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


মরতে হবে ১৩ হাজার শরণার্থীকে!

মরতে হবে ১৩ হাজার শরণার্থীকে! - সংগৃহীত

আলজেরিয়া থেকে বের করে দেওয়া ১৩ হাজারের বেশি মানুষ গত ১৪ মাস ধরে সাহারা মরুভূমিতে দিনাতিপাত করছে। তাদের মধ্যে গর্ভবতী নারী থেকে শুরু করে শিশুও রয়েছে। বর্তমানে সেখানকার আবহাওয়া অসহ্য রকমের উষ্ণ হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে খাবার এবং পানির সঙ্কট দেখা দিয়েছে। বাঁচতে চাইলে তাদের সেখান থেকে হেঁটে অন্যত্র চলে যাওয়ার বিকল্প নেই। যারা সেখান থেকে অন্যত্র যেতে পারবেন না, তাদের মৃত্যু অনিবার্য।

সেখানে ৪৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করতে না পেরে শত শত মানুষ দিগ্বিদিক ছড়িয়ে পড়েছে। কিন্তু বেশিরভাগই রয়েছেন নো ম্যানস ল্যান্ডে। সেখানে অবস্থানরত শরণার্থীদের বিশ্বাস, একদিন তাদেরকে উদ্ধার করে কোনো না কোনো দেশে নিয়ে যাওয়া হবে।

জানেত কামারা নামের এক নারী জানান, আমাদের দলের মধ্যেই অনেকে হঠাৎ হঠাৎ উধাও হয়ে যাচ্ছেন। আসলে পথ না চেনার কারণে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে, নিজের বাইরে অন্যকে নিয়ে ভাবার সময় নেই। আমি নিজেও গর্ভবতী, কিন্তু আমার পাশেও কেউ নেই।

তিনি আরো বলেন, আমি গত দু'দিন ধরে আমার বাচ্চাকে খুঁজে পাচ্ছি না। পরিচিতদের অনেকেই খুঁজে দেওয়ার চেষ্টা করছে। (আবার কান্নায় ভেঙে পড়েন তিনি।)  (একজনকে দেখিয়ে) ওই মহিলাও তার বাচ্চা হারিয়ে থেলেছে। কয়েকদিন হয়ে গেল। এখনো খুঁজে পায়নি।

 ২০১৭ সালের অক্টোবরে ইউরোপীয় ইউনিয়ন অভিবাসীদের ব্যাপারে কড়া নিয়ম জারির পর গণহারে শরণার্থী বিতাড়ন শুরু করে আলজেরিয়া। তার পর থেকেই সাহারা মরুভূমিতে অবস্থান করছেন এই হতভাগারা।

আলজেরিয়া থেকে ১৫০ সাংবাদিক নিষিদ্ধ
মিডলইস্ট মনিটর

দেশবিরোধী নীতিবোধশূন্য সংবাদ পরিবেশনের অভিযোগ এনে আলজেরিয়া ১৫০ জন আরব এবং বিদেশী সাংবাদিকের তালিকা প্রস্তুত করেছে। এদের কাউকে আর সে দেশে প্রবেশ করতে দেয়া হবে না। আল রেসালাহ সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে। 

নিষিদ্ধ হওয়া সাংবাদিকদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশ প্রতিবেশী মরক্কোর বলে নিশ্চিত করেছে একটি সূত্র। আলজেরিয়া-মরক্কো সীমান্তে আটকে পড়ে থাকা ৫৫ জন সিরিয়ান উদ্বাস্তুর করুণ অবস্থা নিয়ে সংবাদ পরিবেশন করায় এই তালিকা প্রস্তুত করা হয়েছে। মিসরীয় গণমাধ্যমকর্মীরা রয়েছেন নিষিদ্ধ হওয়া তালিকার দ্বিতীয় অবস্থানে। 

সূত্র জানিয়েছে, এই তালিকা আলজেরিয়া কূটনৈতিক দফতরগুলোতে পাঠানো হবে এবং আকাশ, ভূমি এবং সাগর পথে তালিকাভুক্ত সাংবাদিকদের আর সেদেশে প্রবেশ করতে দেয়া হবে না। এ ছাড়া আলজাজিরায় কর্মরত কয়েকজন সাংবাদিকের নাম রয়েছে নিষিদ্ধ হওয়ার তালিকায়।


আরো সংবাদ



premium cement
এনজিওর টাকা তুলতে গিয়ে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত ভিজিএফবঞ্চিতদের মানববন্ধনে উপজেলা ভাইস চেয়ারম্যানের নেতৃত্বে হামলা, আটক ২ ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ

সকল