১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


  মুক্তা আপু

-

মুক্তা আপু আসে না, দেরি করে, আমি আপুর জন্য বসে থাকি। দুপুর সাড়ে ১২টার কিছু বেশি বাজতেই আপুদের বাসার গ্রিলের আশপাশে হাঁটাহাঁটি করি।
ওদের রান্নাঘরের জানালায় উঁকি দিলে আন্টিকে দেখা যায়। খুব কষ্টে পায়ের পাতায় ভর দিয়ে উঁচু হয়ে আন্টিকে জিজ্ঞেস করি,
‘মুক্তা আপুর স্কুল কখন ছুটি? হেঁটে আসতে কতক্ষণ লাগবে?’
আন্টি হাসেন। খুন্তি দিয়ে তরকারিতে একটা নাড়া দেন। চুলাটা একটা কাপড় দিয়ে মোছেন।
‘চলে আসবে একটু পরেই। দুপুর গড়িয়ে বিকেল হলে মুক্তা আপুর সাথে দেখা হয়। মই পেরিয়ে ছাদে উঠে আমরা গান গাই। আপু ফুলগাছে পানি দেয়। ধনেপাতাগাছের আগাছা উঠায়। আমি আঙুল দিয়ে হাজারী গোলাপ গুনি! তারপর দেয়ালের ওপর বসে আপুর স্কুলের বান্ধবীদের গল্প শুনি। একজন বান্ধবীও যাতে মিস না হয়, রোল নাম্বার এক থেকে শুরু করি।
সন্ধ্যা হলে আমার মন খারাপ হয়। মুক্তা আপু পড়তে বসে। আমার পড়া নাই। আমি দাদুবাড়ি বেড়াতে এসেছি। হাতে একটা গল্পের বই নিয়ে বিড়বিড় করে দোয়া করি, কারেন্ট যেন চলে যায়! বলতে-না-বলতেই টুপ করে সব অন্ধকার হয়ে যায়। ভ্যাপসা গরম থেকে বাঁচতে আবার ছাদে যাই। অনেক কথার মাঝে হুট করে নারিকেলগাছ থেকে দুটি কালো বেড়াল লাফিয়ে পড়ে। মোটা স্বরে মিউ মিউ করে। আমরা দোয়া ইউনুস পড়ি। আলোর গতিতে ছাদ থেকে নেমে বুকে থুথু ছিটাই!
রাতে খেয়ে পায়চারী করি। পেছনের দরজাটা খুলে দিলে আমি মুক্তা আপুর ঘরে ঢুকে পড়ি! ওর সাথে রাতে ঘুমানো আমার জন্য অ্যাডভেঞ্চার। আপুর ফিটফাট ছোট ঘর। ধুলাবালির দানা অবধি নেই! আমার মতো নৌকার আকারে মশারি টাঙায় না। একেবারে বিজ্ঞাপনচিত্রের মতো টানটান করে টাঙায়, পাপোশে পা মুছে খাটে উঠি।
সকালের পর কাঁচা আমের ভর্তা বানাতে বানাতে আর বিকেলে বৌচি-এলোন্ডি লন্ডন খেলতে খেলতে একদিন ছুটি ফুরিয়ে যায়। আমরা একদিন রেডি হই। ট্রেনের সময় হলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যাই। মুক্তা আপুদের দুটি জানালা রাস্তামুখী। এক জানালা দিয়ে আমাকে আর দেখা না গেলে আপু পরের জানালায় যায়। আমরা হাত ধরি।
মিরপুর, ঢাকা


আরো সংবাদ



premium cement
এমপির প্রভাব ও নিরাপত্তার স্বার্থে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা চেয়ারম্যানদের আয় বেড়েছে প্রায় ৫৫০ শতাংশ : টিআইবি জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের সিংগাইরে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু দেশটা মগের মুল্লুকে পরিণত হয়েছে : মির্জা ফখরুল আইপিএলে প্লে-অফের ৪ দল নিশ্চিত, কে কার বিরুদ্ধে খেলবে? বিচারের আগে ‘মিডিয়া ট্রায়াল’ নয় : আইজিপি ভালুকায় কারখানা শ্রমিদের মহাসড়ক অবরোধ উলামাদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে : রফিকুল ইসলাম খান উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ আরসার ৪ সদস্যসহ গ্রেফতার লটারিতে মোটরসাইকেল জিতছে মা, সংসার ভাঙল মেয়ের

সকল