১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের

জৈন্তাপুরে প্রার্থীদের প্রচারণা তুঙ্গে থাকলেও ভোটে আগ্রহ নেই ভোটারদের - নয়া দিগন্ত

অপরূপ সৌন্দর্য আর সম্পদে ভরপুর পর্যটন এলাকা খ্যাত সিলেটের জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচন সরগরম হয়ে উঠেছে। প্রতীক পাওয়ার পর থেকেই প্রার্থীরা আটঘাট বেঁধে নেমেছেন ভোটারদের দ্বারে দ্বারে। প্রার্থীদের বিরামহীন গণসংযোগে উত্তাল নির্বাচনী মাঠ।

কিন্তু ভোটারদের মধ্যে সেই নির্বাচনী আমেজ বা উত্তেজনা নেই। সবার একটাই প্রশ্ন, ভোট সুষ্ঠু হবে তো? ভোটারদের পাশাপাশি সরকারবিরোধী রাজনীতিক দল, দেশের সুশীল সমাজসহ সবাই নির্বাচনের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন।

সাদা-কালো ও রঙিন পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে মিছিল, মিটিং, মাইকিং, পথসভা, উঠান-বৈঠক ও গণসংযোগ। প্রার্থীরা প্রত্যন্ত গ্রামগঞ্জের অলিগলি চষে বেড়াচ্ছে আর দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতি।

আগামী ২১ মে অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ। প্রচারণার লড়াই চলবে রোববার রাত ১২টা পর্যন্ত।

উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী (আনারস), যুক্তরাষ্ট্র প্রবাসী, আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু (কাপ পিরিচ) ও জাতীয় পার্টির নেতা ইসমাইল আলী আশিক (দোয়াত কলম)।

নির্বাচন বর্জন করেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ (ঘোড়া) ও হোসন আহমদ (মোটরসাইকেল)।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, প্রার্থীরা যদি কৌশলে কিংবা যেকোনো উপায়ে ভোটকেন্দ্রে বিএনপিসহ অন্য দলের নারী ভোটারদের উপস্থিতি বাড়াতে পারেন এবং ভোটারাও যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন তবে এবার আনারস ও কাপ পিরিচ প্রতীকের মধ্যে লড়াই হবে।

এবারে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ভোটারদের মাঝে নেই কোনো আলোচনা। বেশ কয়েকজন ভোটারের সাথে কথা বলে জানা গেছে, জাতীয় নির্বাচনের পর থেকে ভোটাররা ভোট দানের উৎসাহ হারিয়ে ফেলেছেন। আগে ভোটাররা ভোটের হিসাব-নিকাশ করতেন। এবার উল্টা হয়েছে, এবার প্রার্থীরা কষছেন ভোটের হিসাব।

যুক্তরাষ্ট্র প্রবাসী ও আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু (কাপ পিরিচ) বলেন, ‘উপজেলা তৃণমূলের নেতাকর্মী নিয়ে (কাপ পিরিচ) প্রতীকে উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করেছি। উপজেলার তৃণমূলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাপ পিরিচ প্রতীকের পক্ষে কাজ করছে। কাপ পিরিচ প্রতীকে গণজোয়ার সৃষ্টি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে অবশ্যই জয়লাভ করব, ইনশাআল্লাহ।’

আনারস প্রতীকের উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী বলেন, ‘জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে আনারস প্রতীকের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে বেড়াচ্ছেন। উপজেলার সর্বস্থরের নেতাকর্মীরা আনারস প্রার্থীর পক্ষে গণজোয়ার সৃষ্টি করেছে। এবারের উপজেলা নির্বাচনে আল্লাহ যদি রাখে, আনারস বিজয় নিশ্চিত ইনশাআল্লাহ।’


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল