ওয়ারীর আগুন নিয়ন্ত্রণে
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ জুন ২০২৩, ০৬:০৬, আপডেট: ০৭ জুন ২০২৩, ১১:১৩

রাজধানীর ওয়ারীর টিপু সুলতান রোডে গ্যাসলাইনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার দিবাগত রাত ২টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসাইন আগুন লাগার খবর সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন।
তিনি বলেন, তিতাসের লাইন দিয়ে গ্যাস থাকায় নিয়ন্ত্রণে আনতে সময় লাগছে।
এরশাদ হোসাইন বলেন, ওয়ারীর টিপু সুলতান সড়কে গ্যাসলাইন মেরামতের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় হতাহতের কোনো খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা