০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


যশোরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

বিধ্বস্ত বিমানের উদ্ধার কার্যক্রম চলছে - ছবি: সংগৃহীত

যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (কে-৮ডব্লিউ) বিধ্বস্তের ঘটনায় দুই পাইলট স্কোয়াড্রন লিডার মো: সিরাজুল ইসলাম ও এনায়েত কবির পলাশ নিহত হয়েছেন। রোববার রাত ৯টায় যশোরের একটি বাঁওড়ে বিমানটি বিধ্বস্ত হয়।

আইএসপিআর’র পরিচালক আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হবে।

এদিকে, আমাদের যশোর অফিস জানায়, যশোরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার রাত সাড়ে ৯টায় যশোর সদর উপজেলার বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানটির প্রকৃত অবস্থান এখনো জানা যায়নি।

সূত্র জানায়, রোববার রাত ৯টা ২০ মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে একটি প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার হালসা বুকভরা বাঁওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। বিমানটিতে দু’জন পাইলট ছিলেন।

হালদা গ্রামের বাসিন্দা রুবেল হোসেন জানান, রাতে একটি বিমান বাঁওড়ে পড়েছে শুনে প্রচণ্ড বৃষ্টি মধ্যে ঘটনাস্থলে এসেছি। রাত সাড়ে ১০টায় তিনি জানান, উদ্ধারকাজ চলছে। বিমানের একটি পাখা উদ্ধার হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার হালদা বুকভরা বাঁওড়ের মধ্যে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে পৌঁছেছে। এ বিষয়ে জানতে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটির টাওয়ারে যোগাযোগ করা হলে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement
অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করলেন শিব্বির আহমদ রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের শিডিউল বিপর্যয়, ভোগান্তি যাত্রীদের গণহত্যা বন্ধ করে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে : ছাত্রশিবির দোয়ারাবাজারে মইন হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ উপজেলা নির্বাচন : দ্বিতীয় ধাপে ৬১ জনকে বহিষ্কার করলো বিএনপি গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল ঝালকাঠিতে পারিবারিক দ্বন্দ্বে হত্যা, বাবা ও ভাই গ্রেফতার বন্যাবিধ্বস্ত কেনিয়া ও তানজানিয়ায় ঘূর্ণিঝড় সতর্কতা জারি রাজধানীতে লেকে গোসলে নেমে ২ কিশোরের মৃত্যু ইসরাইলের ওপর কঠোর হতে বাইডেনের প্রতি ডেমোক্রেট কংগ্রেস সদস্যদের আহ্বান আশুলিয়ায় ঝুট ব্যবসা দখল নিতে ৬ জনকে কুপিয়ে জখম

সকল